সমকামী সম্পর্কে ধরা পড়লেই সর্বাধিক ১৫ বছরের জেল কোন দেশে জানেন?
Do you know in which country the maximum 15 years in prison if caught in a homosexual relationship?

The Truth of Bengal: সমকামী সম্পর্ক নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত নিল ইরাক। সমকামী সম্পর্কে জড়িয়ে পড়লেই জেলে যাওয়া অবধারিত। সাজা হতে পারে ১৫ বছরের। এবার এমনই আইন পাশ হল ইরাকে। ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করাই সেদেশের একমাত্র উদ্দেশ্য। সেই কারণেই সেদেশে এমন আইন পাশ করা হয়েছে বলে জানিয়েছে সেদেশের সরকার। এই আইন পাশ হওয়ার খবর প্রকাশ্য আসতেই সমালোচনার ঝড় উঠেছে গোটা বিশ্বজুড়ে। এই সমকামী সম্পর্ক বিরোধী আইনে বলা হয়েছে, এই আনার কারণ ইরাকি সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা।
সমকামনীর বিরুদ্ধে আনা আইনে বলা হয়েছে, কোনও মহিলা বা পুরুষ যদি সমকামী সম্পর্কে জড়িয়ে গিয়ে ধরা পড়ে যান, সেক্ষেত্রে সর্বনিম্ন ১০ বছর ও সর্বোচ্চ ১৫ বছরের সাজা হবে। এছাড়াও সমকামী বা দেহ ব্যাবসার প্রচার কেউ করলে সেক্ষেত্রে সাজার মেয়াদ কমপক্ষে ৭ বছর। সূত্রের খবর, শুরুতেই এই আইনে সমকামী সম্পর্কে মৃত্যুদন্ডের সাজা ঘোষণা করা হয়েছিল। পরে ইউরোপীয়ান দেশগুলি এর বিরোধীতা করায় সাজার মেয়াদ করা হয় ১০ বছর কিংবা ১৫ বছর। বর্তমানে গোটা বিশ্বে প্রায় ৬০টির মতো দেশ এই সমকামী সম্পর্খের বিরুদ্ধে।
সেইসমস্ত দেশে সমকামী সম্পর্ক নিষিদ্ধ। সেই দেশগুলোর মধ্যেই ইরাক অন্যতম দেশ। এতোদিন পর্যন্ত ইরাকে এই সমকামী সম্পর্ক অপরাধমূলক হিসেবে গণ্য হলেও কোনও বড় সিদ্ধান্ত এই সম্পর্খ নিয়ে ইরাক সরকারের তরফে জানানো হয়নি। তবে বর্থমানে এই বিশেষ আইন আনা হল ইরাকে। তবে শুধুমাত্র সমকামী সম্পর্কের জন্য বিশেষ আইন নয়, বিশেষ আইন আনা হয়েছে রূপান্তরকামীদের জন্যও। সেই আইনে বলা হয়েছে বয়োলজিক্যাল জেন্ডার স্বীকার না করলে বা লিঙ্গ পরিবর্তন করলে এবং লিঙ্গের বিরুদ্ধে গিয়ে প্রচার করলে তাদের জন্য ১-৩ বছরের সাজার আনা হয়েছে।