অভিনব উদ্যোগ ডেনমার্ক সরকারের, সেনাবাহিনীতে বাধ্যতামূলক ভাবে নিয়োগ মহিলাদের
Denmark is going to make the recruitment of women in the army mandatory

The Truth of Bengal: সেনাবাহিনীতে মহিলাদের নিয়োগ এবার বাধ্যতামূলক করতে চলেছে ডেনমার্ক। এতদিন পর্যন্ত কেবল পুরুষদের জন্য ছিল এই নিয়ম। সেনাবাহিনীতে কাজ করা পুরুষদের জন্য বাধ্যতামূলক ছিল ডেনমার্কে। কেবল বাধ্যতামূলক ভাবে নিয়োগ নয়, সেনাবাহিনীতে কাজ করার মেয়াদও বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক সরকার।
২০২৬ সাল থেকে মহিলাদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে কাজ করার বিধি চালু করা হবে। এর আগে মহিলারা নিজের ইচ্ছেই সেনাবাহিনীতে যোগ দিতেন। বাধ্যতামূলকভাবে কাজ করার কোন বিধি কার্যকর ছিলনা। ইতিমধ্যেই এই নিয়ম চালু আছে নরওয়ে ও সুইডেনের মত দেশে। ডেনমার্কে চালু হলে এটি হবে বিশ্বের তৃতীয় দেশ যেখানে মহিলারা বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দেবেন।
এই নতুন নিয়ম পরিকল্পনার কথা ঘোষণা করেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। লিঙ্গ সমতা বজায় রাখতেই এই নতুন উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত ডেনমার্ক সরকারের। বর্তমানে ডেনমার্কে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে কাজ করার সময় রয়েছে ৪ মাস। কিন্তু আগামি দিনে সেই সময়সীমা বেড়ে দাঁড়াবে ১১ মাস।