আন্তর্জাতিক

মার্কিন মুলুকে বাড়ছে EB-3 ভিসার চাহিদা ও গ্ৰিন কার্ডের আবেদন

Demand for EB-3 visas and green card applications is increasing in the US

Truth Of Bengal: সেপ্টেম্বর মাসের জন্য আমেরিকা নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ এক ভিসা বুলেটিন প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে যে, EB-3 ভিসার জন্য বহু মানুষ আবেদন করেছে। কিন্তু আবেদনের তুলনায় ভিসার সংখ্যা অনেক কম। তাই গ্রিন কার্ডের অপেক্ষা বেড়েছে। দক্ষ কর্মী, পেশাদার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসরত কর্মীদের জন্য একটি কর্মসংস্থান-ভিত্তিক অভিবাসী ভিসা হল এই EB-3 ভিসা।

মেক্সিকো ও ফিলিপাইন সহ বেশিরভাগ দেশগুলি EB-3 ভিসা পেতে এক বছরের মতো দেরির মুখোমুখি হতে হবে, তার কারণ অগ্রাধিকারের তারিখটি ২০২০ সালের ডিসেম্বরের ১-এ পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে একই ক্যাটাগরিতে ভারত ও চীনের আবেদনকারীরা এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবেন না। ভারত এবং চীন তাদের EB-1 ভিসার অগ্রাধিকারের তারিখগুলি যথাক্রমে ২০২০-র ১ ফেব্রুয়ারি এবং ২০২২-এর ১ নভেম্বরে বজায় রেখেছে। গ্রীন কার্ডের আবেদনকারীর সংখ্যা দিনে দিনে আরও বাড়বে বলে জানা যাচ্ছে।

Related Articles