মায়ানমারে ভূমিকম্পের জেরে মৃত বেড়ে ২০, বাড়তে পারে মৃতের সংখ্যা
Death toll from Myanmar earthquake rises to 20, death toll may rise

Truth Of Bengal : একের পর এক হুড় মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। মানুষজন প্রাণের ভয়ে ছুটে চলেছে এইদিক ওইদিক। কেবল বাড়ি নয়, ভেঙে পড়ল ব্রিজও। কিছু বাড়ি দুলতেও দেখা গেছে। ৭ মিনিটে পরপর ২ বার ভূমিকম্পের জেরে সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমারে। এই জোড়াল ভূমিকম্প থেকে রেহাই পায়নি প্রতিবেশী দেশ থাইল্যান্ডও।
শুক্রবার স্থানীয় সময় ১২ টা ৫০মিনিটে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমারের একাধিক অংশ। এই ভয়াবহ ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭। পরপর দুবার আফটার শক হয়েছে। সেই আফটার শকের তীব্রতা ছিল ৬.৮। এই জোড়াল ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাই শহর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর-পশ্চিম অঞ্চল। এবং এই ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এখনো পর্যন্ত এই ভয়ানক ভূমিকম্পের জন্য মৃত্যু হয়েছে ২০ জনের। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভূমিকম্পের বেশ কিছু ভিডিও। যা দেখে রীতিমতো শিউরে উঠছে নেটিজেনরা। ভেঙে পড়েছে মসজিদ। মান্দারণ শহরে অবস্থিত সেই মসজিদের ভিতর সেই সময় নামাজ পড়ছিলেন অনেকেই। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। সেই সমস্ত ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ চলছে। এই ভয়াবহ ভূমিকম্পের জেরে মায়ানমার সরকার ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে অন্যদিকে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে।
Breaking: Video shows the moment a skyscraper under construction collapsed due to earthquake in Bangkok. pic.twitter.com/OIdxc4epKf
— PM Breaking News (@PMBreakingNews) March 28, 2025
অন্যদিকে মায়ানমারের ভূমিকম্পের জেরে বন্ধ হয়ে গেছে ব্যাংককের রেল পরিষেবা এবং মেট্রো পরিষেবা। গোটা থাইল্যান্ডেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পৃথিবীর প্রায় সবদিকেই ভূমিকম্পের ঘটনা ঘটেই চলেছে। কেবল মায়ানমার নয়, আজ চীনের ইউনান প্রদেশেও শক্তিশালী ভূমিকম্প থাবা বসিয়েছিল। সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৯। শুধুমাত্র তাই নয় কলকাতা থেকে মনিপুরের বেশ কিছু অংশে এমনকি বাংলাদেশ, ঢাকা এবং চট্টগ্রামেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ভয়াবহ ভূমিকম্পে সকলকের নিরাপত্তা এবং সুস্থতা কামনা করেছেন। তিনি জানিয়েছেন এই ভূমিকম্পে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াবে ভারত। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাংককে একটি নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়ে আর সেই ধ্বংসস্তূপের নিচে প্রায় ৪৩ জন শ্রমিক আটকে পড়ে থাকার আশঙ্কা করা হয়েছে। এই ভূমিকম্পে আহত এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা।