চিনে গাড়ি হামলার ঘটনায় ধৃতের মৃত্যুদণ্ডের সাজা
Death penalty for man arrested in China car attack

Truth of Bengal: গত মাসে চিনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি হামলায় মৃত্যু হয় ৩৫ জনের। দক্ষিণ চীনের ঝুহাই শহরে ঘটে এই দুর্ঘটনা। ইচ্ছাকৃতভাবে এক গাড়িচালক হামলা চালায় বলে অভিযোগ ওঠে। রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সেই ব্যক্তিকে শুক্রবার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে আদালত।
প্রসঙ্গত, চলতি বছর ১১ নভেম্বর ঘটনা। একটি স্পোর্টস কমপ্লেক্সের বাইরে ব্যায়াম করছিলেন বেশ কয়েকজন। অভিযোগ, আচমকা ৬২ বছর বয়সী এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি গাড়ি নিয়ে হামলা চালায় ওই এলাকায়। ঘটনায় মৃত্যু হয় ৩৫ জনের। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, শুক্রবার সেই মামলায় একটি গণশুনানি হয় এবং সেখানেই মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হয়। ওই ব্যক্তি নিজের দোষ স্বীকার করেছে নিহতদের পরিবার, কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণের সামনে। জানা যায়, ওই ব্যক্তির মানসিক অশান্তির জেরে এই কান্ড ঘটিয়েছে। বিবাহ বিচ্ছেদ, ব্যক্তিগত হতাশা এবং বিবাহ বিচ্ছেদের পরে সম্পত্তির বিভাজন নিয়ে হতাশায় ভুগছিলেন তিনি। মানসিক অসন্তোষের কারণে এই হামলা চালিয়েছেন বলেই খবর।