
Truth Of Bengal : ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ সিরিয়ায়। সোমবার অর্থাৎ তিন ফেব্রুয়ারি সেই দেশের উত্তর-পূর্ব অঞ্চলে আলেপ্পো প্রদেশের কাছে মানবীজ শহরে ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ১৯ জনের গুরুতর জখম হয়েছে বহু জন। এই গাড়ি বোমা বিস্ফোরণের দায়ী এখনো পর্যন্ত কোনো জঙ্গী সংগঠন ঘটিয়েছে কিনা তা জানা যায়নি।
সূত্রের খবর বিস্ফোরণে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৮ জন মহিলা এবং একজন পুরুষ গুরুতরভাবে আহত হয়েছে আরো বেশ কয়েকজন । জানা যাচ্ছে যাদের মৃত্যু হয়েছে তারা সকলেই দিনমজুর। তাদের জীবন কাটে চাষবাস করে। গত তিন দিনের মধ্যে এই নিয়ে মানবীজে দ্বিতীয় বার বিস্ফোরণের ঘটনা ঘটল। এর আগেও গত শনিবার গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৪ জনের। শনিবার বিস্ফোরণের ঘটনায় যাদের মৃত্যু হয়েছিল তাদের মধ্যে ছিল এক শিশুও। যদিও সেই বিস্ফোরণের দায়ও এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন স্বীকার করেনি।
গত এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া। বহু মানুষ প্রাণ হারিয়েছেন এমনকি বহু মানুষ নিজেদের ভিটেবাড়ি ছেড়ে দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছেন। যদিও ২০২৩-এ ডিসেম্বরে দেশটিতে রাজনৈতিক পালা বদল ঘটেছে। তারপরে মানুষের আশ্বাস ছিল দেশের শান্তি ফিরে আসবে। তবে সেটা আর হলো না। সিরিয়ার একাধিক জায়গায় চলছে লড়াই।