চীনের আকাশে মহাজাগতিক দৃশ্য! একসাথে দেখা গেল সাতটি সূর্য
Cosmic scene in the sky of China! Seven suns were seen together

Truth Of Bengal: সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা প্রতিনিয়ত নানা রকম আশ্চর্যজনক ভিডিও দেখতে পাই। ঠিক তেমনই এক ভিডিও সম্প্রতি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে চীনের সিচুয়ান প্রদেশের আকাশে একসাথে সাতটি সূর্যের উপস্থিতি। এক্স এক্স হেন্ডেলে পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে কিছু চীনের সিচুয়ান প্রদেশের চেংডুর আকাশে উঠেছে সাতটি সূর্য।
Seven “suns”🌞appeared in the sky of Chengdu, SW #China‘s Sichuan on Monday. The stunning phenomenon is likely a result of light refraction and scattering. pic.twitter.com/iN4ejMlbIT
— Shanghai Daily (@shanghaidaily) August 20, 2024
ভিডিও শেয়ার করা ওই ব্যবহারকারী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই আশ্চর্যজনক সূর্যের ভিডিওটি আলোর প্রতিচ্ছবি এবং সূর্যকিরণের বিচ্ছুরণের দ্বারা সৃষ্ট।
Recently, seven suns appeared in the sky in Sichuan, China, and the afterglow of the sunset reflected a picturesque sunset.#China 🇨🇳 #sichuan @China_Amb_India @Jingjing_Li pic.twitter.com/edFb9B37My
— 孙松.SunSong (@sunsong0909) August 20, 2024
এই মহাজাগতীয় ছবিটি 19 আগস্ট সোমবার চীনের আকাশে দেখা গিয়েছে। মনমুগ্ধকর ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে চীনের আকাশে ওই চাঁদগুলি একে অপরের সঙ্গে এক সারিতে অবস্থান করছে।
Seven “suns” appeared in the sky of Chengdu, China.#meteorological #sunset #beautiful #HKeye pic.twitter.com/KWDH4V3w2A
— HKeye (@HKeye_) August 20, 2024