পানামা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে বড় ঘোষণা চিনের
China makes big announcement after meeting with Panamanian president

Truth Of Bengal: পানামা খালে আধিপত্য বিস্তার প্রসঙ্গে এবার পানামা খাল ফিরিয়ে নেওয়ার কথা বলতে শোনা গেল আমেরিকাকে। জানা যাচ্ছে, সম্প্রতি আমেরিকা সফরে যান আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। জানা যায়, বিগত বেশ কয়েক দশকের মধ্যে এটাই প্রথমবার, আমেরিকার কোনও প্রতিরক্ষাসচিব গিয়েছেন পানামায়। পানামার প্রেসিডেন্টের সঙ্গে চলে তাঁর বৈঠক।
সূত্র মারফত জানা যায়, পিট আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী চিনের বিনিয়োগ সম্পর্কে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেন। সেইসঙ্গে পানাম খাল প্রসঙ্গেও আলোচনা চলে তাঁদের মধ্যে। এই বৈঠক শেষে পেন্টাগন প্রধানের বক্তব্য, মার্কিন সামরিক বাহিনী ও পানামা বাহিনীর মধ্যে আরও বৃদ্ধি পেতে চলেছে নিরাপত্তা সহযোগীতা। পিটের কথায়, পানামা ও আমেরিকার একত্রিত চেষ্টায় চিনের প্রভাব থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে পানামা খালকে। সেইসঙ্গে পেন্টাগন প্রধান জানিয়েছেন, চিন পানামা খাল তৈরি করেনি। এটা পরিচালনাও তারা করে না। এই খাল চিনকে অস্ত্র হিসেবে বল্যবহার করতে দেওয়া যাবে না।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল, পানামা খাল দিয়ে যাওয়া আমেরিকান জাহাজগুলি থেকে অন্যায়ভাবে আদায় করা হচ্ছে অর্থ। প্রেসিডেন্ট ভোটে জয়ের পরই দেখা যায় এই ছবি। তাঁর তরফ থেকে আরও অভিযোগ তোলা হয় যে, উত্তর ও দক্ষিন আমেরিকার মাঝ বরাবর প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ খাল পরিচালনায় প্রভাব বাড়ানোর চেষ্টা চালাচ্ছে চিন।