শিক্ষা ব্যবস্থায় এবার AI আনতে চলেছ চিন , গতি বাড়বে শিক্ষায় !
China is going to introduce AI in the education system, it will speed up education!

Truth Of Bengal : কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই বিশ্বে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, শিল্প ও বাণিজ্য সবখানেই কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই আবহে চিন তার শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে যুক্ত করার কথা ঘোষণা করে।
আগামী দিনে পাঠ্যক্রম, পাঠ্যবই এবং শ্রেণিকক্ষে সরাসরি এআই প্রযুক্তি নিয়ে আসতে চলেছে চিন। আর এই নয়া প্রযুক্তির সুবিধা পাবেন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।বলা বাহুল্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হল চিন। সেইজন্য শিক্ষাক্ষেত্রে এআই প্রযুক্তি যুক্ত করতে চলেছে এই দেশ।
চিনা শিক্ষা মন্ত্রণালয় তরফে জানান হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শিক্ষার্থী ও শিক্ষকদের মৌলিক দক্ষতা গঠনে সহায়ক হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা-ভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা আরও বাড়বে। শুধু তাই নয় এআই যুক্ত হলে শ্রেণীকক্ষ হয়ে উঠবে আরো আধুনিক। তাদের মূল লক্ষ্য হল, ২০৩৫ সালের মধ্যে শিক্ষা খাতে প্রযুক্তি ব্যবহার করে উন্নত মানের শিক্ষা নিশ্চিত করা। যাতে আগামী প্রজন্মের উন্নতি হয়।
উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে এআই সংযুক্তকরণের আগে জানুয়ারিতে চিনা স্টার্টআপ ডিপসিক আন্তর্জাতিকভাবে আলোচিত হয়। ডিপসিক চিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত চ্যাটবট। এই আবহে এবার চিনের স্কুলগুলিতে শুরু হতে চলেছে এআই মাধ্যমে পড়াশোনা।
এরফলে বর্তমানে বিশ্বজুড়ে চিকিৎসাসেবার যে ঘাটতি রয়েছে, তা পূরণে সাহায্য করতে পারে এআই। একইভাবে শিক্ষাক্ষেত্রে এআই–নির্ভর শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রয়োজন মেটাবে।