আন্তর্জাতিক

লক্ষ্য জনসংখ্যা বৃদ্ধি! বিয়ে সহজ করতে নতুন আইন আনল চিন

China introduces new law to make marriage easier, aiming to increase population

Truth Of Bengal: বহু বছর ধরে কঠোর ‘ওয়ান চাইল্ড নেশন’ নীতি অনুসরণ করা চিন এবার জনসংখ্যা বৃদ্ধির জন্য বিয়ের আইন শিথিল করেছে। শি জিনপিং সরকারের মতে, এই নতুন নিয়মের ফলে তরুণ প্রজন্ম আর্থিকভাবে উপকৃত হবে।

এর আগেও চিন সরকার বিবাহ ও সন্তান উৎপাদনকে উৎসাহিত করতে বিভিন্ন আর্থিক অনুদান ঘোষণা করেছিল। এবার আরও এক ধাপ এগিয়ে বিবাহ নথিভুক্তির পদ্ধতি সহজ করা হয়েছে। এতদিন, বিয়ের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পাত্র-পাত্রীর স্থায়ী ঠিকানার প্রয়োজন ছিল। অর্থাৎ, যদি তারা বেজিংয়ে চাকরি করেন কিন্তু স্থায়ী ঠিকানা গ্রামে হয়, তাহলে বেজিংয়ে বিয়ে নথিভুক্ত করা সম্ভব ছিল না। নতুন নিয়ম অনুযায়ী, অস্থায়ী ঠিকানাতেও বিয়ে নথিভুক্ত করা যাবে। এর ফলে সময় ও যাতায়তের খরচ কমবে বলে মনে করা হচ্ছে।

গত দশকে চিনে জনসংখ্যা দ্রুত হ্রাস পেয়েছে, যার অন্যতম কারণ বিয়ের সংখ্যা কমে যাওয়া। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিয়ের সংখ্যা ২০ শতাংশ কমেছে আগের বছরের তুলনায়। শিশুজন্মের হারও নেমে এসেছে তলানিতে। এই পরিস্থিতি সামাল দিতে চিন সরকার নতুন নিয়ম চালু করে বিয়ে ও সন্তান জন্মদানে উৎসাহ দিচ্ছে। নতুন নিয়মের ফলে তরুণ প্রজন্ম কতটা উৎসাহিত হয়, তা এখন সময়ই বলবে।

Related Articles