china : ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে আমেরিকাকে পেছনে ফেলল চিন
China: China has overtaken America in establishing trade relations with India

The Truth Of Bengal : চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে চিন। অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক জিটিআরআই –এর থেকে পাওয়া তথ্যানুসারে সেদেশ দ্বিমুখী বাণিজ্যের পরিমান রয়েছে ১১৮.৪ বিলিয়ন। যাতে স্পষ্ট হচ্ছে সংক্ষিপ্তভাবে চিন ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এই একই সময়ে ১১৮.৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়ে রয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য। চিনে গত অর্থবছরে ভারতের রপ্তানি ৮.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার জেরে তা পৌঁছেছে ১৬.৬৭ বিলিয়ন মার্কিন ডলারে। আকরিক লোহা তৈরি থেকে শুরু করে তাঁত, মশলাপাতি, ফল, সবজি ও প্লাস্টিক সহ বেশ কয়েকটি খাতের জেরেই এই বৃদ্ধি বলে জানা যাচ্ছে। অন্যদিকে এই একই সময়ে চিন থেকে আমদানি হয়ে ১০১.৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
আমদানির এই উর্দ্ধগতির কারণেই ঘাটতি বাড়তে শুরু করেছে বাণিজ্যে। ফলে রপ্তানিতে তৈরি হয়েছে উদ্বেগ। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যের গতিশীলতার দিকে নজর দিলে দেখা য়ায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কে রয়েছে বেশ খানিকটা ওঠানামা। ২০২৩-২৪ অর্থবছরে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি ১.৩২ শতাংশ কমে USD ৭৭.৫ বিলিয়ন হয়েছে যা গত অর্থবছরের ৭৮.৫৪ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় প্রায় ২০ শতাংশের বেশি আমদানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। যা USD তে ৪০.৮ বিলিয়নে নেমে এসেছে। তারপরও মার্কিন যুক্ররাষ্ট্রের সঙ্গে সামগ্রিকভাবে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। রপ্তানির দিকে নজর দিলে দেখা যাচ্ছে, উল্লেখযোগ্যভাবে ৪৭.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমদানি বৃদ্ধি পেয়েছে ১৪.৭ শতাংশ।
GTRI অর্থাৎ গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিসিয়েটিভ অনুসারে ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়েছে। যা আমদানি-রপ্তানিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। এর জেরে জানা যাচ্ছে, ভারতের আন্তর্জিক বাণিজ্য সম্পর্কের বিকাশের উপর জোর দিয়ে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য ঘাটতির অবস্থাকে প্রভাবিত করেছে।