আন্তর্জাতিক

চলছে যুদ্ধ বিরতি, তবুও পশ্চিম ভূখণ্ডে ইজরায়েল বাহিনীর গণহত্যা

Ceasefire in place, but Israeli forces continue to commit massacres in the West Bank

Truth Of Bengal : অবিরাম চলছে হামাস ও ইজরায়েলের যুদ্ধ। দুই পক্ষের মধ্যে যুদ্ধ বিরতির প্রথম দফা চলা কালীনও থামলনা যুদ্ধ। ইজরায়েল লাগাতার বোমাবর্ষণ করে চলেছে। পশ্চিম ভূখণ্ড এবং পূর্ব জেরুসালেম-সহ একাধিক জায়গায় বোমাবর্ষণ চলাচ্ছে ইজরায়েল। হাসপাতাল, শরণার্থী শিবির সহ একাধিক জায়গা বোমাবর্ষণের জেরে ধূলিসাৎ হয়ে গিয়েছে।

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হওয়ার পরেও ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ৮০০ এর ও বেশি মানুষের। যাদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু। একই সঙ্গে বিঘের পর বিঘে চাষের জমি, অলিভ গাছের ক্ষেত এই সব কিছুই নষ্ট হয়ে মিশে যাচ্ছে মাটিতে। পশ্চিম ভূখণ্ড এবং পূর্ব জেরুসালেম সহ যে সব জায়গায় ইজরায়েল হামলা চালিয়েছে সেইগুলি ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইজরায়েল এর এইরূপ গণহত্যার কারণে আন্তর্জাতিক মহলে উঠেছে নিন্দার ঝড়।

অন্যদিকে গাজা ও ইজরায়েলের অবস্থানের জন্য নিন্দার মুখে পড়তে হচ্ছে আমেরিকার সদ্য প্রেসিডেন্টের আসন গ্রহণ করা ডোনাল্ড ট্রাম্প কে। তিনি জানিয়েছিলেন গাজাতে বসবাসকারী সহ ১৫ লক্ষ প্যালেস্টাইনবাসীদের যেন মিশর ও জর্ডন আশ্রয় দেয়। ট্রাম্পের এই বার্তায় বহু প্রশ্ন ওঠে। বলা হয় গাজা থেকে প্যালেস্তিনিয়দের পুরোপুরি সরাতেই কি এই বার্তা ট্রাম্পের? এই বর্তার পরিপ্রেক্ষিতে মিশর ও জর্ডন এর মতে আসলে ট্রাম্প এই ভাবে জাতি সংঘকে পুরোপুরি নিঃশেষ করে দিতে চায়। এই বার্তার তীব্র সমালোচনা করেছে ইরানও।

 

Related Articles