
The Truth of Bengal: গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে কানাডা সরকার ইজরায়েলকে অস্ত্র সরবরাহ স্থগিত রেখেছে। গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইজরায়েলের হামলা শুরুর পর দেশটিতে মারণাস্ত্র সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কানাডা। যোগাযোগ সরঞ্জামের মতো যেসব উপকরণ প্রাণঘাতী নয়, শুধু সেগুলোই রপ্তানি করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে ইজরায়েলে কোনো অস্ত্রই রপ্তানি করেনি কানাডা।
কানাডা যেসব দেশে বেশি অস্ত্র রপ্তানি করে থাকে তার একটি ইসরায়েল। পরিসংখ্যান বলছে, ২০২২ সালে ইজরায়েলে ২ কোটি ১০ লাখ কানাডীয় ডলার মূল্যের সামরিক সরঞ্জাম পাঠিয়েছিল কানাডা। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালে রপ্তানি হয় ২ কোটি ৬০ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম। অস্ত্র রপ্তানির শীর্ষ ১০ দেশের একটি কানাডা।
মার্চে ফিলিস্তিনি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক ও আইনজীবীদের একটি দল কানাডা সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবি জানিয়ে তাঁরা বলেন, কানাডা সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন দুইই লঙ্ঘন করছে। ইজরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি–রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে গত সোমবার কানাডার পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছে।