আন্তর্জাতিক

শেখ হাসিনার আশ্রয়ের দাবি খারিজ করে দিল ব্রিটেন  

Britain rejected Sheikh Hasina's asylum claim

Truth Of Bengal: দেশ ছেড়ে পালানোর পর শেখ হাসিনা আপাতত ভারতেই রয়েছে। তবে পরবর্তীতে হাসিনা ভারত ছেড়ে ব্রিটেনে পাড়ি দেবার ইচ্ছা প্রকাশ করেছেন বলে শোনা যাচ্ছিল। শোনা যাচ্ছে,লন্ডনে বোন রেহানার বাড়ি, আর সেখানেই পাকাপাকি ভাবে হাসিনা থাকবে বলেই জানা যাচ্ছে। তবে সে দেশের রাজনৈতিক মহলের একাংশ হাসিনাকে ব্রিটেনে আশ্রয় দিতে নারাজ। হাসিনাকে আশ্রয় দেওয়া ব্রিটেন সরকারের একদম উচিত নয় বলেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে  বাংলাদেশি বংশোদ্ভূত লেবার এমপি রূপা হকের তরফে।

একই সুরে এব্যাপারে বলেছেন বিদেশমন্ত্রী ডেভিড ল্যামিও। সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতিমধ্যেই রূপা হকের মন্তব্যে  উত্তেজনা ছড়িয়েছে। এইদিকে টিউলিপ সিদ্দিক মাসি হাসিনাকে নিয়ে এ হেন মন্তব্যে একদম সন্তুষ্ট নন। বাংলাদেশ ছাড়ার সময়ে হাসিনার সঙ্গী ছিলেন তাঁর বোন রেহানা। তাঁরা এখনও পর্যন্ত একসাথেই র‍্যেছেন বলেই জানা যাচ্ছে। তবে রেহানা সম্ভবত খুব তাড়াতাড়ি তাঁর নিজের বাড়ি  লন্ডনে ফিরবেন বলে জানা যাচ্ছে।

এইদিকে এক সুত্র মারফত জানা যাচ্ছে, হাসিনা ব্রিটেনে আশ্রয় চেয়ে আবেদন জানিয়েছিলেন। কিন্তু দিদি হাসিনাকে সে দেশে থাকার অনুমতি এখনও পর্যন্ত দেওয়া হয়নি সে দেশের সরকারের তরফে। বিদেশ দফতর থেকে এখনও পর্যন্ত কোনও উত্তর না মেলার কারন হিসেবে উঠে এসেছে, যে ব্রিটেনের শাসক দল লেবার পার্টি হাসিনাকে আশ্রয় দিতে চাইছে না। হাসিনাকে আশ্রয় দিলে দেশে উত্তেজনা ছড়াবে বলেই তাঁদের তরফে বলা হচ্ছে। ব্রিটেনে অধিকাংশ বাংলাদেশি হাসিনা-বিরোধী তাই একথা মাথায় রেখেই শেখ হাসিনাকে ব্রিটিশ সরকার সেদেশে এনে জ্নমানসে ক্ষোভ বাড়তে দিতে চায় না।

Related Articles