আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা, শিকার অভিবাসনপ্রত্যশীরা

Boat capsized off the coast of Libya

The Truth Of Bengal : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় ৬০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই দূর্ঘটনা জীবিতদের উদ্ধৃত করে অভিবাসন বিষয়ক সংস্থার তরফে জানানো হয়, ওই নৌকাতে প্রায় ৮৬ জন ছিলেন। মনে করা হচ্ছে বড় বড় ঢেউয়ের কারনে বেশিরভাগ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুওয়ারা থেকে ছাড়ার পর নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে ২৫ জনের মতো অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। মূলত উন্নত জীবনের আশায় প্রতিবাছর বহু মানুষ জীবন ঝুঁকি নিয়ে সাগরপথে পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে লিবিয়া ও তিউনিসিয়া থেকে সবচেয়ে বেশি অভিবাসনপ্রত্যাশী ইতালি হয়ে ইউরোপের উদ্দেশ্যে নৌকায় ওঠেন। অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম জানায়, যারা এই নৌকা দূর্ঘটনার স্বীকার হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই নাইজেরিয়া, গাম্বিয়া ও আফ্রিকার অন্যান্য দেশের নাগরিক।

যাদের জীবীত অস্থায় উদ্ধার করা হয়েছে, তাদের জন্য প্রাথমিক চিকিসার ব্যবস্থা করা হয়।  প্রসঙ্গত, চলতি বছর জুনে লিবিয়ার আদ্রিয়ানা থেকে ইতালি যাওয়ার পথে মাছ ধরার একটি নোকা দক্ষিন-পশ্চিম গ্রীসের আন্তর্জাতিক জলসীমার ডুবে যাওয়ার ঘটনা ঘটে। সেই নোকাতে ছিলেন ৭৫০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।

 

FREE ACCESS

Related Articles