আন্তর্জাতিক

সমাবেশ ও শোভাযাত্রায় অংশ নেবে বিএনপি

BNP will participate in the rally and procession

Truth Of Bengal : মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোতে ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষ্যে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়েছে। জানা যাচ্ছে এই শোভাযাত্রা ও সমাবেশে অংশ গ্রহণ করতে চলেছে বিএনপিরাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে এই সমাবেশ করা হবে। অপরদিকে বিভাগীয় যেসব শহরতলি আছে সেখানে শোভাযাত্রা ও সমাবেশ দিবসে বিএনপির নেতা-কর্মীরাশোভাযাত্রায় অংশ নেবেন। প্রধান অতিথি হিসেবে ওই সমাবেশের দিনে উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সমাবেশেঅতিথি হিসেবে হাজির হয়ে তিনি সকল নেতা-কর্মীদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন।

এছাড়াও সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সমাবেশে বক্তব্য দেবেনদলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা। বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতেবিএনপির স্থায়ী কমিটির সদস্যরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর আগে গত ১৫ সেপ্টেম্বর এই সমাবেশটিআয়োজন করার কথা বলেছিল বিএনপি। তবে খারাপ আবহাওয়ার কারণবসত শেষ পর্যন্ত ওই সমাবেশের তারিখদুই দিন পিছিয়ে পুনরায় ১৭ সেপ্টেম্বরঠিক করা হয়। শনিবারের দিন রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে সমাবেশের তারিখ পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Related Articles