আন্তর্জাতিক

পাকিস্তানে স্কুলের অদূরেই বিস্ফোরণ ! প্রাণ গেলো ৫ শিশু সহ ৭ জনের

Blast near school in Pakistan kills 7, including 5 children

Truth of Bengal: পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ প্রাণ কাড়লো ৫ শিশু সহ মোট ৭ জনের। গুরুতর জখম ২২। স্কুলের পাশেই ঘটে বিস্ফোরণের ঘটনা। মৃতদের মধ্যে এক পুলিশকর্মীও রয়েছেন। কারা বিস্ফোরণ ঘটালো, কাদের টার্গেট করে ঘটানো হলো সবটাই এখন ধোয়াঁশা।

ঘটনার বিবরণে জানা যায়, পাকিস্তানের  বালোচিস্তানের মাসতাং এলাকার একটি স্কুলে টিকাকরণ কর্মূসূচি চলছিল। স্কুল থেকেই মাত্র কয়েক মিটার দূরেই ঘটে বিস্ফোরণ। একটি মেকানিকের দোকানের বাইরে একটি মোটসাইকেল পার্ক করা ছিল। প্রাথমিক অনুমান, সেই বাইকের ভেতরেই বিস্ফোরক মজুত ছিল।

যখন একটি পুলিশ ভ্যান এবং একটি স্কুল ভ্যান  ঘটনাস্থল অতিক্রম করছিলো তখনই বিস্ফোরণটি ঘটে। পুলিশ ভ্যানের তেমন ক্ষতি না হলেও এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। অপরদিকে স্কুল ভ্যানটি বিস্ফোরণে উড়ে যায়। মৃত্যু হয় ৫ স্কুলপড়ুয়া এবং ভ্যান চালকের।

জানা যায়, টিকাকরণ কর্মূসূচিতে যুক্ত কর্মীদের নিতে যাচ্ছিলো পুলিশ গাড়িটি। তবে, যারা এমন কান্ড ঘটালো তাদের আসল টার্গেট কি ছিল তা নিয়ে রয়েছে ধোয়াঁশা। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পুলিশের উপর হামলা চালানোই মূল লক্ষ্য ছিল দুষ্কৃতীদের। সম্পূর্ণ ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অপরাধীদের খোঁজে শুরু হয়েছে তদন্ত।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি হামলার নিন্দা করেছেন এবং প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। তিনি একটি বিবৃতিতে বলেছেন “সন্ত্রাসীরা নিষ্পাপ শিশুদের টার্গেট করেছে। আমরা বিস্ফোরণের অপরাধীদের জবাব দেব”।

Related Articles