বড় আপডেট! ৯০ প্যালেস্তিনিকে মুক্তি দিল ইজরায়েল
Big update! Israel released 90 Palestinians

Truth Of Bengal: অবশেষে মুক্তি পেলেন ইজরায়েলের কারাগারগুলিতে বন্দি থাকা ৯০ জন প্যালেস্তিনি। যুদ্ধবিরতি কার্যকরের দিন চুক্তির শর্ত মেনে রবিবার তাঁদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া প্যালেস্তিনিরা সবাই মহিলা ও শিশু। ইজরায়েলের কারাগার থেকে যাঁরা মুক্তি পেয়েছেন, তাঁদের মধ্যে একজন খালিদা জাররার। তিনি রাজনীতিবিদ ও অধিকৃত পশ্চিম তীরের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) নেতা। খালিদা জাররার একসময় প্যালেস্তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন। ইজরায়েলে তাঁকে নির্জন কারাকক্ষে রাখা হয়েছিল। মুক্তির পর খালিদার শীর্ণ চেহারা দেখে অবাক হয়েছেন অনেকেই।
আল-জাজিরার সংবাদদাতা নিদা ইব্রাহিম জানান, মুক্তি পাওয়া প্যালেস্তিনিদের মধ্যে শিশুরাও রয়েছে। এসব শিশুর কয়েকজনকে ইজরায়েলি সেনাদের ওপর পাথর ছোড়ার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল। নিদা ইব্রাহিম বলেন, বন্দিদের তালিকায় এমন শত শত নাম আছে, যাঁদের মূলত প্রশাসনিকভাবে আটক রাখা হয়েছিল। এটা ইজরায়েলের এমন একটি কৌশল, যা ব্যবহার করে দেশটি সাধারণ মানুষকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কারাগারে আটকে রাখে।
প্যালেস্তিনি কারাবন্দিদের সংগঠন প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি এবং কারাবন্দি ও প্রাক্তন কারাবন্দিদের জন্য গঠন করা কমিশন জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর থেকে ধরে নিয়ে যাওয়া ১০ হাজারের বেশি মানুষ এখনও ইজরায়েলের কারাগারগুলিতে বন্দি রয়েছেন। এবার যুদ্ধের মধ্যে গাজা উপত্যকা থেকে ঠিক কতজনকে ইজরায়েলি বাহিনী ধরে নিয়ে গিয়েছে, সেই সংখ্যা কেউ জানে না।
এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা থেকে ইজরায়েলে ফিরতে শুরু করেছেন হামাসের কাছে থাকা পণবন্দিরা। প্রথম দফায় তিনজন পণবন্দি পরিবারের কাছে ফিরেছেন বলে জানিয়েছে ইজরায়েলের সামরিক বাহিনী।
স্থানীয় সময় রবিবার বেলা সোয়া ১১টায় অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। ইজরায়েল ও হামাসের মধ্যে এই চুক্তিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার।