আন্তর্জাতিক

হাসিনা সরকারের পতনের জন্য আমেরিকা দায়ী নয় বলেই দাবি করছেন বাইডেন

Biden is claiming that America is not responsible for the fall of Hasina's government

Truth Of Bengal : শেখ হাসিনার পতনের নেপথ্যে আমেরিকার কোন ভুমিকা নেই বলে দাবি করলেন জো বাইডেনের সরকার। আমেরিকার বিদেশ দফতরের সহকারি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ‘‘শেখ হাসিনার পতনের নেপথ্যে আমেরিকার ভূমিকা রয়েছে বলে যে অভিযোগ উঠেছে। তা হাস্যকর।’’কোটা সংস্কারের দাবিতেদীর্ঘদিন ধরে চলা    আন্দোলনকে ঘিরে সৃষ্টি হওয়াপ্রবল অশান্তি এবং হিংসার আবহে ৫ইঅগস্টপ্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন।

এরপরে তার ঘনিষ্ঠ মহল এবং আওয়ামী লীগের নেতৃত্বের একাংশ অভিযোগ করেছিল বঙ্গোপসাগরে একাধিপত্য যাতে বাড়ানো যায় তার জন্য সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে না দেওয়ার মাশুল হিসাবে আমেরিকার কথামতো শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। যদিও এই দাবি নস্যাৎ করে পটেল বলেন,‘‘শেখ হাসিনার ইস্তফায় আমেরিকার যেকোনো ধরনের অভিযোগই সম্পূর্ণ মিথ্যা আমরা গত কয়েক সপ্তাহে অনেক ভুয়ো খবর দেখতে পেয়েছি।’’

চীনের কৌশলগত মোকাবিলায় চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ওই দিকটি আমেরিকা লিজ নিতে আগ্রহী ছিল বলেই খবর। আওয়ামী লীগের নেতৃত্বের একটি অংশ অভিযোগ করছে যে আয়তনে খুব ছোট হলেও সেখানে আমেরিকা সামরিক ঘাঁটি তৈরি করতে চেয়েছিল।

এ নিয়ে বাংলাদেশের সত্য প্রাক্তন শাসক দল ওয়াশিংটনের সঙ্গে বিরোধী দল গুলির গোপন বোঝাপড়ারও অভিযোগ তুলেছে গত জানুয়ারিতে আমেরিকা বিরোধীদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচনের আগে অবাধ এবং ভোটের কথা বলা হয়েছিল আর এর পরপরই বিরোধীদের হাসিনা বিরোধী অবস্থান জোরদার হতে শুরু করেছে সে দেশে প্রধান বিরোধী দল বিএনপি ভোটেও অংশ নেয়নি

Related Articles