আন্তর্জাতিক

থাইল্যান্ডে ৩০ তলা থেকে বেস জ্যাম্পিং, মৃত্যু এক ব্যক্তির 

Base jumping from 30th floor in Thailand, death of one person

The Truth of bengal: ৩০ তলা উঁচু ভবন থেকে লাফ। তারপরেই প্যারাসুট না খোলায় মৃত্যু হয় এক যুবকের। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের একটি ৩০ তলা উঁচু ভবনে। জানা গেছে ওই ব্যক্তি বেস জ্যাম্পিং এ পারদর্শী। থাইল্যান্ডের স্থানীয় পুলিশ জানিয়েছেন পূর্ব অঞ্চলে সমুদ্র সৈকত রিসোর্ট পাটায়ার একটি বহুতল ভবন থেকে ৩৩ বছর বয়সী একজন অভিজ্ঞ বেস জ্যাম্পিং ওই উঁচু ভবন থেকে লাফ দিয়েছিল।

কিন্তু দুর্ভাগ্যবশত লাফ দেওয়ার পর খোলেনি প্যারাসুট। উঁচু থেকে এই ভাবে লাফ দেওয়ায় মৃত্যু হয় ওই ব্যক্তির। ইতিমধ্যেই ওই ব্যক্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে ব্যক্তিটি আনন্দের সহিত মাথায় হেলমেট পরে, হাতে প্যারাসুট নিয়ে উঁচু ভবনের ছাদ থেকে লাফ দেয়। আর তারপরই ঘটে যায় বিপত্তি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ব্যক্তিটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পরে যায়।

ওই বহুতল ভবনের কর্মীরা জানিয়েছেন ওই ব্যক্তির সঙ্গে আরও কিছু বন্ধু ছিল। তারা সকলে মিলে ভবনের ছাদে গিয়ে বন্ধুর বেস জ্যাম্পিং এর ভিডিও তুলছিল। ব্রিটিশ বিদেশ মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন মৃতের পরিবারের পাশে দাঁড়াবে তারা। আসলে বেস জ্যাম্পিং হল এমন একটি বিনোদন মূলক খেলা যেখানে এক ব্যক্তি কোন উঁচু বস্তু থেকে লাফ দিয়ে নিরাপদে প্যারাসুট খুলে মাটিতে নামে। স্কাইডাইভিং এর চেয়ে অনেক বেশি মৃত্যুর সম্ভাবনা থাকে বেস জ্যাম্পিং এ।

Related Articles