আন্তর্জাতিক
Trending

নতুন সেনা প্রধান পেলো বাংলাদেশ, কে এই জেনারেল ওয়াকার-উজ-জামান?

Bangladesh got a new army chief, who is General Walker-uz-Zaman?

The Truth Of Bengal: নতুন সেনা প্রধান পেল এবার বাংলাদেশ। সেনাবাহিনীর প্রধান হলেন এবার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার তিনি এই দায়িত্ব নিয়েছেন। জানা গিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি ১১ জুন সামনে আনা হয়েছিল, যেখানে বলা হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী তিন বছরের জন্য সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন।

পাশাপাশি, আইএসপিআর সূত্রে খবর, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ১৩তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এ ছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ‘মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ’ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ’ ডিগ্রি অর্জন করেন।

এছাড়া, তার চাকরি জীবনের দিকে নজর দিলে দেখা যাবে, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসেবে অ্যাঙ্গোলা এবং সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি ‘অসামান্য সেবা পদক’ (ওএসপি)-এ ভূষিত হন। পাশাপাশি, তিনি দেশি-বিদেশের একাধিক গুরুত্বপূর্ণ সেমিনারে অংশগ্রহণ করে বাংলাদেশের মানও বৃদ্ধি করেছেন। আর সব মিলিয়ে, তার দেখানো পথে যে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের দরবারে অন্য মাত্রায় যেতে চলেছে, তা বলাবাহুল্য।

Related Articles