পাকিস্তানে ট্রেন হাইজ্যাক বালোচ বিদ্রোহীদের, পণবন্দি ১০০
Baloch rebels hijack train in Pakistan, take 100 hostages

Truth Of Bengal: মঙ্গলবার বালোচিস্তানে ভয়াবহ ট্রেন হামলার সাক্ষী থাকল পাকিস্তান। যাত্রীবোঝাই জাফার এক্সপ্রেস-এ হামলা চালিয়ে ১০০ জনকে পণবন্দি করল বালোচ লিবারেশন আর্মি (BLA)। হামলার সময় ৬ জন নিরাপত্তা আধিকারিককে হত্যা করা হয়েছে বলে বিদ্রোহী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফার এক্সপ্রেস ট্রেনটি যখন বালোচিস্তানের মাশকাফ, ধাদার এবং বোলান অঞ্চলের মধ্যে ছিল, তখনই আচমকা হামলা হয়। পরিকল্পিতভাবে রেল লাইনে বিস্ফোরণ ঘটিয়ে ট্রেন থামিয়ে দেওয়া হয়, তারপরই ট্রেনের দখল নেয় বালোচ বিদ্রোহীরা।
বিদ্রোহীদের বিবৃতি অনুযায়ী, সাধারণ নাগরিকদের কোনও ক্ষতি করা হয়নি। মহিলা, শিশু এবং বালোচ যাত্রীদের মুক্তি দেওয়া হয়েছে। তবে পাক সেনাকর্মী, পুলিশ, সন্ত্রাসবিরোধী বাহিনী (ATF) এবং আইএসআই-এর সদস্যদের আটক করা হয়েছে।
BLA স্পষ্ট জানিয়েছে, যদি পাকিস্তানি সেনা বা নিরাপত্তা বাহিনী কোনো উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে ১০০ জন পণবন্দিকে হত্যা করা হবে। তারা বলেছে, “রক্তপাতের দায় সম্পূর্ণভাবে পাকিস্তানি প্রশাসনের উপর বর্তাবে।” বালোচিস্তানের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে BLA। কিন্তু এবার তাদের এই পদক্ষেপের জবাব কীভাবে দেবে পাকিস্তান প্রশাসন? সেনা অভিযানে কি উদ্ধার করা সম্ভব হবে পণবন্দিদের, নাকি বিদ্রোহীদের হাতে প্রাণ যাবে ১০০ জনের? এখন গোটা পাকিস্তানের নজর এই ঘটনায়।