
Truth Of Bengal: ব্রিটেনের সঙ্গে বাংলার আর্থিক ও শিল্প বিষয়ক সম্পর্ক শক্তিশালী করতে লন্ডনে হয়ে গেল উচ্চপর্যায়ের বৈঠক। বিটুজি শীর্ষক আলোচনায় বিনিয়োগের সুযোগ বৃদ্ধি ও কার্যকারী সমন্বয় বৃদ্ধিতে জোর দেওয়া হয়। ইংল্যান্ডের মতোই বাংলার প্রতিনিধি দল তাতে অংশ নেয়। হাই প্রোফাইল বৈঠকে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ, শিল্প দফতরের প্রধান সচিব বন্দনা যাদব। বাণিজ্য বিস্তারে এই ধরনের বৈঠক বড় সহায়ক ভূমিকা নেবে বলে আশা শিল্পমহলের।
মঙ্গলবার বিশ্বমানের সফল শিল্প বৈঠক হয়। এদেশের শিল্পপতিরা বিলেতের শিল্পপতিদের কাছে বাংলার শিল্পবান্ধব পরিবেশের সুযোগ নিয়ে বিনিয়োগের আহ্বান জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ইতিবাচক দিকগুলি তুলে ধরে শিল্প সম্ভাবনার বিষয়টি ব্যাখা করেন। বাংলার সঙ্গে বিলেতের শিক্ষা, সংস্কৃতির মতোই শিল্প-বাণিজ্যের মেলবন্ধন ঘটাতে দরাজভাবে বিনিয়োগ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
কেন বাংলায় ব্রিটেনের শিল্পপতিরা বিনিয়োগ করবেন তার তথ্যভিত্তিক বিশ্লেষণ করেন তিনি। শিল্প বৈঠকে বিপুল সাড়া মেলার পর বুধবার লন্ডনে আয়োজন করা হয় বিটুজি বৈঠক। মূলত, বিনিয়োগের সুযোগ বৃদ্ধি ও শিল্পে কার্যকারী সমন্বয় বৃদ্ধিতে জোর দেওয়া হয় এই বাণিজ্য বিষয়ক আলোচনায়। হাইপ্রোফাইল বৈঠকে রাজ্যের তরফে অংশ নেন, মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্প দফতরের প্রধান সচিব বন্দনা যাদব।
ফোকাস পয়েন্ট ছিল, বিনিয়োগের সুযোগ বৃদ্ধি ও বাণিজ্য সংক্রান্ত কার্যকারী সমন্বয় বৃদ্ধি। বিলেতের শিল্পপতিরা যাতে বাংলায় আরও বেশি করে বিনিয়োগ করেন সেই জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেমকে জোরদার করা, সিনার্জি কমিটির মাধ্যমে লগ্নি প্রস্তাব কীভাবে কার্যকর করা হচ্ছে, তা রাজ্যের পক্ষে সচিবরা তুলে ধরেন। ব্রিটেনের তরফে শিল্প সহযোগিতা বিষয়ক আলোচনায় হাজির ছিলেন স্টিভেন ফ্ল্যাহার্টি। স্টিভেন ফ্ল্যাহার্টি হলেন বহুজাতিক সংস্থা বার্কলে-র সিইও। বার্কলে সংস্থা গ্লোবাল ক্যাপাবেলিটি সেন্টার প্রতিষ্ঠার জন্য সম্ভাবনাময় দিক নিয়ে বিশদে তথ্যতল্লাশ করে।
দ্বিপাক্ষিক এই বৈঠকে ব্রিটেনের প্রথমসারির শিল্পপতিরা অভিজ্ঞতা বিনিময় করেন রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে হাজির ছিলেন গ্রাভিট্রিসিটি-র চেয়ারম্যান মার্টিন রাইট, স্কটিশ লাইফসায়েন্স অ্যাসোসিয়েশনের সিইও স্কট জনসস্টোন। তিনি মেডিক্যাল যন্ত্রপাতি উত্পাদন, ডায়গনস্টিক, ডিজিটাল হেলথ সিস্টেমস লগ্নি সংক্রান্ত বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
শিল্প-বাণিজ্যের আদানপ্রদান বাড়ানোর এই আলোচনায় এছাড়াও অংশ নেন ভেসুভিয়াস ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি হেনরি নোলস। অন্যান্য বিশ্বমানের সংস্থার মতোই হেনরি নোলস পশ্চিমবঙ্গে বিনিয়োগ প্রস্তাব নিয়ে সবিস্তারে আলোচনা করেন। আধিকারিক ও শিল্প উদ্যোগীদের এই ফলপ্রসূ বৈঠক বাংলার শিল্পায়নকে তরান্বিত করবে বলে আশা করছে রাজ্যের প্রশাসনিক কর্তারা।