আন্তর্জাতিক

জলবায়ু সম্মেলনের আয়োজক হওয়ার যোগ্যই নয় আজারবাইজান

Azerbaijan is not qualified to host the climate conference

Truth of Bengal: জারবাইজানে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন আয়োজনের বিরোধিতা করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। এ জন্য গত সোমবার জর্জিয়ার রাজধানী তিবি‌লিসিতে প্রতিবাদ মিছিলে অংশ নেন তিনি। ২১ বছর বয়সি গ্রেটা থুনবার্গ এবং মিছিলে অংশ নেওয়া অন্যান্য পরিবেশকর্মীদের মতে, নিপীড়নমূলক নীতির কারণে জলবায়ু সম্মেলনের আয়োজক হওয়ার যোগ্য নয় আজারবাইজান। বিশ্বের অন্যতম জ্বালানি তেল উত্তোলনকারী দেশ আজাবাইজানের বাকুতে গত সোমবার শুরু হয়েছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ–২৯।

থুনবার্গের অভিযোগ, আজারবাইজান একটি নিপীড়ক ও দখলদার রাষ্ট্র। দেশটি জাতিগত নির্মূল অভিযান চালিয়েছে। নাগরিক সমাজের ওপর ক্রমাগত দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। থুনবার্গের মতে, জলবায়ু সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে কাস্পিয়ান সাগর তীরের এই দেশটি নিজেদের অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার সুযোগ হিসাবে ব্যবহার করছে।

পরিচ্ছন্ন জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ আজারবাইজান। তবে সমালোচকেরা বলেন, আরও বেশি জ্বালানি তেল ও গ্যাস রফতানির জন্য দেশটি এ কথা বলে থাকে। ২০০৩ সাল থেকে আজারবাইজানে ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এর আগে তাঁর বাবা হায়দার আলিয়েভ এক দশক আজারবাইজানের প্রেসিডেন্ট ছিলেন। বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন ইলহাম। তাঁর বিরুদ্ধে ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা ও বাকস্বাধীনতার প্রতি দমনপীড়নের গুরুতর অভিযোগ রয়েছে।

Related Articles