আমেরিকায় ফের বন্দুকবাজের হানা ! নিহত ৩, জখম ১৬

The Truth Of Bengal : ডোনাল্ড ট্রাম্পকে করা গুলিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বন্দুকবাজের হানা দেখা দিল আমেরিকায়। আর এই ঘটনার জেরে প্রাণ গেল ৩ জনের, জখম হলেন ১৬ জন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মিসিসিপির একটি পানশালায় এই ঘটনা ঘটেছে। অপরদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্তত ১৯ জন গুলির আঘাতে জখম হয়েছেন। নিহত হয়েছেন তিন তরুণ। তিন জনেরই বয়স ১৯ এর মধ্যে।
মৃতদের পরিচয় সম্পর্কে বিশদে কিছু জানায়নি পুলিশ। বাকি ১৬ জন আহতকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও এঁদের মধ্যে সবাইকে সরাসরি গুলি করা হয়নি। কেউ কেউ ছিটকে-আসা বুলেটের টুকরোতেও আহত হয়েছেন। এখনও পর্যন্ত আততায়ীর পরিচয় জানা যায়নি। কেন এই বন্দুক হানা, জানার চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত, আমেরিকায় বন্দুকবাজদের দৌরাত্ম্য যেন উত্তরোত্তর বেড়েই চলেছে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই পেনসিলভেনিয়ার একটি নির্বাচনী প্রচারসভায় বন্দুকবাজের হানায় জখম হন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।