বছরের শুরুতেই জনসংখ্যা নিয়ে মাথায় হাত গবেষকদের
At the beginning of the year, researchers are concerned about the population

Truth Of Bengal : এসেছে নতুন বছর আর এই নতুন বছরকে স্বাগত জানাতে যখন ব্যস্ত হয়ে উঠেছিল বিশ্ববাসী। তখন গবেষকদের মাথায় হাত পৃথিবীর জনসংখ্যা দেখে। বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জনসংখ্যা। সবেমাত্র পড়েছে ২০২৫ সাল আর সেই সালের নতুন বছরের প্রথম দিনে বিশ্ব জনসংখ্যা ৮.০৯ বিলিয়ন বা ৮০৯ কোটি। আর তাই গবেষকদের আশঙ্কা ২০২৫ এ প্রতি সেকেন্ডে গড়ে ৪.২ টি শিশু জন্ম নেবে পৃথিবীতে। এবং পৃথিবীতে মানুষ মারা যাবে ২০।
বছরের শুরুতেই জনসংখ্যা আগের বছরে তুলনায় অনেকটাই বেশি। নতুন বছরের জনসংখ্যা ২০২৪ সালে তুলনায় ৭১ মিলিয়ন বেশি। যেখানে ২০২৪ সালে বিশ্ব জনসংখ্যা বেড়েছিল ০.৯ %। যা ২০২৩ সালে তুলনায় কিছুটা কম। এই বছর জনসংখ্যা বেড়েছিল ৭৫ মিলিয়ন।
অন্যদিকে বছরের পর বছর ধরে আমেরিকার জনসংখ্যা বাড়ছে দ্রুত হারে। ২০২৪ সালে আমেরিকা জনসংখ্যা ছিল ২.৬ মিলিয়ন যা বেড়ে ২০২৫ সালের জানুয়ারিতে এসে দাঁড়িয়েছে ৩০ কোটি ৪১ লক্ষ। গবেষকদের মধ্যে এই দেশে প্রতি ৯ সেকেন্ডে একজন নতুন শিশুর জন্ম হচ্ছে এবং প্রতি ৯.৪ সেকেন্ডে একজনের মৃত্যু ঘটছে। এসব কিছু মিলিয়ে আমেরিকার জনসংখ্যায় প্রতি ২১.২ সেকেন্ডে একজন করে বাড়ছে।