আদানির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, আমেরিকায় জারি গ্রেফতারি পরোয়ানা
Arrest warrant issued in America for financial scam against Gautam Adani

Truth Of Bengal: ভারতের অন্যতম শীর্ষ শিল্পপতি এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে গুরুতর আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযোগ, ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য সরকারি আধিকারিকদের প্রায় ২,২৩৭ কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। এই প্রকল্পটি থেকে আগামী ২০ বছরে ২০০ কোটি ডলার লাভের সম্ভাবনা ছিল।
এছাড়াও, এই কেলেঙ্কারিতে গৌতমের ভাইপো সাগর আদানির নামও উঠে এসেছে। আমেরিকার প্রশাসন গৌতম এবং সাগরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়ার পাশাপাশি বিনিয়োগকারী এবং ব্যাংকের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগও উঠেছে আদানি এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
এই ঘটনায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন, রঞ্জিত গুপ্ত, রূপেশ আগরওয়াল, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানেস, সৌরভ আগরওয়াল এবং দীপক মলহোত্র।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আদানি গোষ্ঠীর এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থার পক্ষ থেকে শীঘ্রই এই অভিযোগ সম্পর্কে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।
এই ঘটনা ভারতের শিল্প ও বিনিয়োগ জগতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কীভাবে এই পরিস্থিতি সামাল দেবে আদানি গোষ্ঠী, সেটাই এখন দেখার বিষয়।