আন্তর্জাতিক

ফের বিমান দুর্ঘটনা দক্ষিণ কোরিয়ায়, বরাত জোরে বাঁচল ১৭৬ টি প্রাণ

Another plane crash in South Korea, 176 lives saved by strong support

Truth Of Bengal : এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো দক্ষিণ কোরিয়ায় একটি বিমানে আগুন লাগল। তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিরাপদে সরিয়ে আনা হয়েছে বিমানকর্মী এবং যাত্রী-সহ মোট ১৭৬ জনকে। গত বছরের ২৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় একটি বড় বিমান দুর্ঘটনায় প্রায় ১৭৯ জন প্রাণ হারায়। জানা যায়, আকাশেই বিমানের ইঞ্জিনের সঙ্গে একটি পাখির ধাক্কা লাগে। এর পর বিমানটির ল্যান্ডিং গিয়ার অকেজো হয়ে পড়ে। ফলস্বরূপ বিমান অবতরণের সময় আগুন ধরে যায়।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার স্থানীয় বিমানবন্দরে এয়ার বুসান কোম্পানির একটি বিমানে আগুন লেগেছে বলে জানা যায়। ফ্লাইট HL7763 হংকং এর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। এর পর এয়ারবাস A321 কেবিনের পেছনের সিটের কাছে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে।

রাত ১০টার দিকে বিমানটিতে আগুন লেগেছে বলে খবর পাওয়া যায়। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৪৫টি গাড়ি। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। বিমানটিতে থাকা ১৬৯ জন যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন। এ ঘটনায় তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত মাসে ঘটে যাওয়া দুর্ঘটনায় বিমানটিতে থাকা প্রায় সব যাত্রীই নিহত হয়েছেন। জেজু এয়ার কোম্পানির বিমানে আগুন লাগে। তদন্তে বিমানে পাখির আঘাতের প্রমাণও পাওয়া গেছে। বিমানটি ২৯ ডিসেম্বর সকালে ব্যাংকক থেকে রওনা দেয় দক্ষিণ-পশ্চিম কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। ইঞ্জিনে পাখির আঘাতে বিমানটির ল্যান্ডিং গিয়ার অকেজো হয়ে পড়ে। বিমানটি ল্যান্ডিং গিয়ার ছাড়াই অবতরণ করে। পরবর্তীতে রানওয়ে পার হওয়ার সময় কংক্রিটের কাঠামোর সাথে বিমানটি ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়। বিমানে থাকা ১৮১ জনের মধ্যে ১৭৯ জনের মৃত্যু হয় এই ঘটনায়।

Related Articles