আন্তর্জাতিক

দাউদের অসুস্থতার রটনার মাঝে এবার তাঁর সম্পত্তি নিলামে তোলা হচ্ছে

Amid rumors of Dawood's illness, his property is now being auctioned

The Truth Of Bengal : গত সোমবারই রটে যায়, গুরুতর অসুস্থ দাউদ ইব্রাহিম । অসুস্থ অবস্থায় তিনি ভর্তি রয়েছেন করাচির একটি হাসপাতালে। যদিও পরে দাউদের ডান হাত নামে পরিচিত ছোটা শাকিল জানায়, দাউদের কিছুই হয়নি। দাউদ সত্যিই ঠিক আছেন কি না সেই সত্যতা যাচাই করা না গেলেও তার মুম্বাই ভিত্তিক সম্পত্তি যে আর তার দখলে রইল না সেকথা সত্য। সম্প্রতি খবর মিলেছে, মুম্বাই এবং রত্নাগিরিতে দাউদের যে সম্পতি রয়েছে তা নিলামে তোলা হবে। ২০২৪ সালের ৫ জানুয়ারি এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হবে।

তার আগে জানিয়ে রাখি, আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সম্পত্তি Forex Act-র অধীনে বাজেয়াপ্ত করা হয়েছিল। মাদক মামলায় বাজেয়াপ্ত হয়েছিল এই সম্পত্তি। আর এবার সেই সম্পত্তিকেই নিলামে তোলা হবে। সূত্রের খবর, মহারাষ্ট্রের রত্নাগিরিতে দাউদের বাংলো এবং আমের বাগান নিলাম করা হবে। রত্নাগিরির মোট ৪টি সম্পত্তি নিলাম করা হবে। বৈদেশিক মুদ্রা ম্যানিপুলেটর  দাউদের সম্পদ নিলাম করবে। জানিয়ে দিই, এর আগেও SAFEMA মুম্বইয়ে দাউদের সম্পত্তি নিলাম করেছিল।

এর আগে ২০০০ সালে আয়কর বিভাগের তরফ থেকে দাউদের মোট ১১টি সম্পত্তিকে নিলামে তোলা হয়। তবে সেই সময় কেউই ঐ নিলাম অনুষ্ঠানে আসেনি। কিন্তু গত কয়েকবছরে দাউদের সম্পত্তিতে দারুণ আগ্রহ দেখাচ্ছে আম জনতা। ২০১৮ সালে নাগপাড়ায় একটি হোটেল, একটি গেস্ট হাউস এবং দাউদের একটি বিল্ডিং বিক্রি করা হয়েছিল। একই সঙ্গে দক্ষিণ মুম্বাইয়ে দাউদের বোন হাসিনা পারকারের ফ্ল্যাটটিকেও নিলামে বিক্রি করেছে তদন্তকারী সংস্থা।

 

FREE ACCESS