ট্রাম্প মসনদে ফিরতেই দেশ ছাড়ার হিড়িক আমেরিকানদের! কেন?
Americans are rushing to leave the country as soon as Trump returns to office! Why?

Bangla Jago Desk: ফের মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর হ্যারিসকে টেক্কা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। তারপর থেকেই এক অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে সেখানে। দেশ ছাড়ছেন বহু মার্কিনী।
‘স্বপ্নভূমি’ আমেরিকা। সুন্দর জীবনের খোঁজে নিজেদের দেশ ছেড়ে যেই আমেরিকায় পাড়ি দেন লক্ষ লক্ষ মানুষ, সেই আমেরিকার মানুষজনই কিনা দেশ ছাড়ছেন! তবে, কেন এই প্রবণতা হঠাৎ দেখা যাচ্ছে, শুরু হয়েছে চর্চা। অনেকের মতে, এমনটা নয় যে বাইডেনের সময় মার্কিনীদের দেশ ছাড়ার হিড়িক দেখা যায়নি। তবে, ট্রাম্প ফের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সেই প্রবণতা যেন আরও বেড়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশকিছু সংবাদমাধ্যমে এই সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে।
লক্ষ করা যাচ্ছে, নিজেদের দেশ ছেড়ে ইউরোপীয় দেশগুলোতে পাড়ি দিচ্ছেন আমেরিকানরা। তাঁদের পছন্দের তালিকায় রয়েছে কানাডা থেকে শুরু করে মেক্সিকোও।
ওয়াকিবহাল মহলের বিশ্লেষণ, আমেরিকানদের একটা বিরাট অংশ যাঁরা নিজেদের লিবারাল বলে দাবি করেন, ট্রাম্পের ক্ষমতায় ফেরা তারা মানতে পারছেন না। দীর্ঘদিন ধরেই রিপাবলিকান এই নেতার বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ করে আসছেন তাঁরা। ফলত, দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়াই শ্রেয় বলে মনে করছেন এই মার্কিনীরা।