আন্তর্জাতিক

বিবাহ বিচ্ছেদের ৫০ বছর পর গিয়ে আবার ৪ হাত এক হল মার্কিন দম্পতির

American couple reunites after 50 years of divorce

Truth of Bengal: দীর্ঘ ৫০ বছর পর যে আবার একসাথে হওয়া যায় তা বাস্তবে করে দেখাল মার্কিন দম্পতি। তারা উভয়ই পেনসিলভেনিয়ার বাসিন্দা। একজন হলেন ৮৯ বছর বয়সী গ্যাবল এবং অপরজন হলেন ৯৪ বছর বয়সী ওয়েনরিচ। পেনসিলভেনিয়ায় রবিবার তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছে। বিবাহ বিচ্ছেদের ৫০ বছর পরেও যে এক হওয়া যায় তা প্রমাণিত হল তাঁদের ভালোবাসা দিয়ে।

তারা দুজনেই বৃদ্ধ হয়ে গেলেও তাঁদের ভালোবাসা আজও কিশোর কিশোরীদের মতো। ভালবাসলে এঁকে অপরকে যেমন আমরা চোখে হারায় তারাও ঠিক তেমনটাই। প্রেমিকাকে নিয়ে তার আহ্লাদই শেষ হয়না, যদিও এটা তাঁর প্রথম স্ত্রী। ১৯৫১ সালে গ্যাবেল আর ওয়েনরচের বিবাহ হয়েছিল। দাম্পত্য জীবনে তাঁর ছিল ৪ সন্তান। ঠিক মতো সংসার চললেও ১৯৭৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ঠিক কেন বিচ্ছেদ হয়েছিল তাঁদের, তা নিয়ে দুজনেই মুখ খুলতে নারাজ। তবে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরেও তারা এঁকে অপরের খুশি দুঃখে এঁকে অপরের সাথে থেকেছে সবসময়।

তাঁদের মধ্যে যোগাযোগ ও ছিল ভালোই। ওয়েনরিচ এবং গ্যাবল বিচ্ছেদের পর দুজনেই আলাদা জনকে বিয়েও করে। তবে বর্তমানে দুজনেরই জীবন সঙ্গী আর বেঁচে নেই, উভয়ের দ্বিতীয় বিয়ের পর দ্বিতীয় স্বামীর সঙ্গে গ্যাবল এবং দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ওয়েনরিচের সন্তানও ছিল। তবে সন্তানরা থাকে যে যার নিজের মতো, তাই বয়সের অন্তিম লগ্নে এসে উভয় এখন একাকী জীবন কাটাচ্ছিলেন। তাই নতুন করে আবারও একসাথে পথ চলা শুরু করলেন দু জনেই। জীবনের শেষ সময়টাতেও গ্যাবল কে পেয়ে যথেষ্ট খুশি ওয়েনরিচ।