পশ্চিম এশিয়াতে শান্তি ফেরাতে সক্রিয় আমেরিকা, ১৫ অগস্ট হামাস-ইজরায়েল বৈঠকের ডাক, সঙ্গী ইরান ও কাতার
America is active in restoring peace in West Asia, calling for a meeting between Hamas and Israel on August 15, partner Iran and Qatar

Truth Of Bengal: এবার ইরান ও কাতারকে সঙ্গে নিয়ে পশ্চিম এশিয়াতে শান্তি ফিরিয়ে আনতে সক্রিয় আমেরিকা। এক সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, চলতি বছরের আগস্টের ১৫-তারিখে আমেরিকার মধ্যস্থতায় ইজরায়েল সরকারের সাথে স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি সংগঠন হামাসের প্রতিনিধিদের এক বৈঠকের সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, মিশয়ের রাজধানী কায়রো বা কাতারের রাজধানী দোহাতে আয়োজিত ওই বৈঠকে পণবন্দি মুক্তি সহ গাজায় যুদ্ধবিরতি বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। শুক্রবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈঠকে যোগদানের বার্তা দিয়ে জানান, ‘‘আমাদের লক্ষ্য হল, শান্তিচুক্তির বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা এবং তা বাস্তবায়িত করা।’’
প্রসঙ্গত, ২০২৩-সালের ৭-ই অক্টোবর হামাসের হামলার পর থেকে ইজরায়েলি বাহিনী নির্বিচারে গাজার জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। ইজরায়েলি বাহিনীর গোলাবর্ষণ-হামলায় এপর্যন্ত প্রায় ৪০ হাজারের অধিক প্যালেস্টাইনি সাধারণ নাগরিক নিহত হয়েছেন। প্রায় ১৫ হাজার মানুষের কোনও খোঁজ মেলেনি এখনও। দু’তরফ থেকে বন্দিমুক্তি ও যুদ্ধবিরতি জন্য কয়েক দফা বৈঠক করা হয়েছে কিন্তু তাতে কোনও প্রকার সফলতা আসেনি। এমনকি, গাজার হামলা বন্ধ করার জন্য রাষ্ট্রপুঞ্জের তরফে থেকেও আবেদন জানানো হয়েছিল কিন্তু সে আবেদন খারিজ করে দেয় ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার। আবেদন খারিজের জন্য তাদের তরফ থেকে যুক্তি দিয়েছিল যে, হামাসের হামলার হাত থেকে নিজেদের আত্মরক্ষা করার অধিকার ইজরায়েলের রয়েছে।