আন্তর্জাতিকদেশ

রাম বন্দনা সিডনি থেকে লন্ডনে, উদ্বোধন নিয়ে উন্মাদনা মার্কিন মুলুকেও

Ram Bandana from Sydney to London

The Truth of Bengal: মার্কিন মুলুকেও রাম মন্দির নিয়ে উন্মাদনা। সদা ব্যস্ত নিউ ইয়র্কের টাইমস্ স্কোয়ার থেকে সরাসরি সম্প্রচার হবে অযোধ্যার উদ্বোধনী অনুষ্ঠানের। এছাড়াও, বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাস গুলিতেও রাম মন্দিরের আগামীকালের উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে। সুদূর অস্ট্রেলিয়াতেও রাম মন্দির নিয়ে উন্মাদনা। সিডনির রাস্তায় গাড়ি নিয়ে শোভাযাত্রা। আতসবাজি ফাটিয়ে উদ্‍যাপন করলেন অস্ট্রেলিয়াবাসী ভারতীয়রা। সরযূর ঢেউ আছড়ে পড়েছে টেমসের পাড়ে। লন্ডনেও রাম মন্দির উদ্বোধন ঘিরে তুমুল উন্মাদনা। চলছে রামলালার প্রতীকী মূর্তি নিয়ে শোভাযাত্রা। অযোধ্যা মিলেমিশে একাকার বিভিন্ন রাজ্যের সংস্কৃতি।

মুখে মুখে শোনা যাচ্ছে রাম-সীতার গান। চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন ভক্ত ও সাধু-সন্তরা। ফুলে ফুলে ঢাকা রাম মন্দির। আজ ১২৫টি কলসের জলে রামলালার মূর্তিকে স্নান করানো হবে। আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০.২৫-এ অযোধ্য়া বিমানবন্দরে নামবেন মোদি। ২০ মিনিট পর পৌঁছবেন অযোধ্যা হেলিপ্যাডে। সেখান থেকে সকাল ১০টা ৫৫-য় যাবেন রাম জন্মভূমিতে। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে বেলা ১২টা ৫ থেকে ১২টা ৫৫ পর্যন্ত। বেলা ১২টা ৫৫-য় পূজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় যোগ দেবেন একটি অনুষ্ঠানে। দুপুর ১টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান। দুপুর ২টো ১০-এ কুবের টিলায় পৌঁছবেন মোদি।

সেখানে জটায়ুর মন্দিরে পুজো দেবেন তিনি। অযোধ্যায় জনস্রোত রুখতে গতকাল রাত থেকেই অযোধ্যার সব রাস্তা সিল করে দেওয়া হয়েছে। রাম মন্দিরে ঢোকার জন্য VVIP এবং অন্যান্য অতিথিদের আলাদা গেট তৈরি করা হয়েছে। মন্দিরে আমন্ত্রিত অতিথি ও বিশেষ অতিথি ছাড়া প্রবেশ নিষেধ। অযোধ্যায় ট্রেন বন্ধ, কোনও গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। বার কোড লাগানো নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া প্রবেশ নিষেধ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরটাকে। SPG ও কমান্ডো বলয়ে অযোধ্যা। শহরে ঢোকার প্রতিটি চেক পয়েন্টে নাকা তল্লাশি হচ্ছে। পাশাপাশি, ড্রোন উড়িয়ে চলছে নজরদারি।

Related Articles