ইরাকে সামরিক ঘাঁটিতে বিমান হামলা, আহত মার্কিন কর্মী: সূত্র
Airstrike on military base in Iraq, injures US personnel: Sources

The Truth Of Bengal: ইরাকের একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলায় বহু মার্কিন কর্মীর আহত হবার তথ্য সামনে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে তিন মার্কিন কর্মকর্তা বিমান হামলার এই তথ্যটি সামনে এনেছেন। গত সপ্তাহে হামাস ও হিজবুল্লাহর সিনিয়র সদস্যদের হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে ক্রমাগত উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই মার্কিন কর্মকর্তারা জানিয়েছে সন্দেহভাজন রকেট হামলাটি ইরাকের আল আসাদ বিমানঘাঁটিতে হয়েছে। তবে হামলার ঘটনা কে বা কারা ঘটিয়েছে, তাদের নাম প্রকাশ না করার শর্ত রেখেছেন তাঁরা।
একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, “ঘাঁটির কর্মীরা হামলার ফলে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করেছেন।’’ সংস্থাটির মতে, সোমবার পশ্চিম ইরাকের সামরিক বিমানঘাঁটিতে দুটি কাতিউশা রকেট ছোঁড়া হয়েছিলো। রকেটগুলো ঘাঁটির ভেতরে পড়ে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। গত সপ্তাহে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে আক্রমণকারীরা হামলা চালানোর আগে ড্রোন চালানোর প্রস্তুতি নিয়েছিলেন বলে জানা যাচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলেছিল যে সন্ত্রাসীরা ড্রোন চালানোর প্রস্তুতি নিচ্ছিল দুদিন আগে। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে ইরান তার প্রতিশ্রুতি পূরণ করছেন কিনা সেদিকে নজর রাখছে যুক্তরাষ্ট্র।