আন্তর্জাতিক
Trending

১২ ঘণ্টায় দুই ব্যালেস্টিক মিসাইল টেস্ট,দেশ ধ্বংসের বার্তা উপেক্ষা করেই পদক্ষেপ…

After two ballistic missile tests by North Korea.

The Truth Of Bengal: পর পর দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার। আমেরিকা ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে আগেই জানিয়েছিল পরমাণু অস্ত্র তৈরি করলে কিমের দেশ ধ্বংসের পথে। কিন্তু সেই কথার তোয়াক্কা না করেই কিমের দেশ ১২ ঘণ্টা অন্তর দুটি মিসাইল ছোড়ে।

১২ ঘণ্টার মধ্যে ফের দ্বিতীয়বার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। যদিও আমেরিকা ক্ষেপণাস্ত্র ছোড়া নিয়ে এর আগে নিষেধাজ্ঞা জারি করেছিল তবুও কথা শোনেনি কিমের দেশ। দ্বিতীয় ক্ষেপণাস্ত্র টি আন্তমহাদেশিয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র। জাপানের বক্তব্য এই ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোন জায়গায় পৌঁছাতে সক্ষম। অর্থাৎ একবার ছুরলে এই মিসাইল ১৫ হাজার কিমি পথ অতিক্রম করতে পারে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি পিয়ংইয়ং এর বিমানবন্দরে এই ক্ষেপণাস্ত্র গুলি তৈরি হয় এবং সেখান থেকেই এই গুলি ছোড়া হয়।

সম্প্রতি আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল পরমাণু অস্ত্র তৈরি করলে কিমের দেশ কে ধ্বংস করে দেবে তারা। এর পরই পরপর দুটি মিসাইল পরীক্ষা করে উত্তর কোরিয়া। উত্তরকোরিয়া থেকে ছোড়া মিসাইল গিয়ে পরে হোক্কাইডা প্রদেশের সমুদ্রে। ক্ষেপণাস্ত্রটি প্রায় ১ হাজার পথ অতিক্রম করে। ক্ষেপণাস্ত্রটি ৬ হাজার কিমি উঁচু থেকে উত্তর কোরিয়া থেকে ছোড়ার ৭৩ মিনিট পর গিয়ে সমুদ্রে পড়েছে। পরীক্ষা করাই ছিল উত্তর কোরিয়ার লক্ষ্য তাই আশেপাশের কোন দেশে মিসাইল ছোড়ার ফলে কোন ক্ষতি না হয় তার দিকে নজর রেখেছিল উত্তর কোরিয়া।

Free Access

Related Articles