আন্তর্জাতিক

রাশিয়া সফর শেষ, অস্ট্রিয়ায় মুক্ত বাণিজ্যের প্রসারে জোর মোদির

After his visit to Russia, Modi emphasized on the expansion of free trade in Austria

The Truth Of Bengal: দুদিনের রাশিয়া সফর শেষ হয়েছে। এবার অস্ট্রিয়া সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।গত ৪০বছরের মধ্যে এই প্রথম কোনও ভারতের প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফরে গেলেন। ১৯৮৩সালে ইন্দিরা গান্ধী এই দেশে গিয়েছিলেন।

ভিয়েনায় থাকার সময় তিনি অস্ট্রিয়ার প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার ভান ডের বেল্লেন এবং চান্সেলর নেহামারের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয়ে তিনি কথা বলেন।দুদেশের রাষ্ট্রপ্রধানরাই মুক্ত বাণিজ্যের প্রসার ঘটানোর ওপর জোর দেন। দুদেশের মধ্যে সাযুজ্য বিধানের জন্য মোদির কথায় উঠে আসে, গণতন্ত্র,আইনের শাসন,স্বাধীন চিন্তাধারার কথা।মূলতঃ স্বাধীনভাবে যাতে দুদেশের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন,তার জন্য নরেন্দ্র মোদির মতোই জোর দেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট।

দুই দেশের শীর্ষ প্রশাসনিক কর্তাই পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর ওপরও গুরুত্ব দেন। এর আগে ২০২১ সালে গ্লাসগোয় মোদির সঙ্গে অস্ট্রিয়ার চেন্সলরের সঙ্গে তিনি বৈঠক করেন। এই অবস্থার মাঝে গত সপ্তাহে বিদেশ সচিব বিনয় কওট্রা এই সফর নিয়ে অস্ট্রিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। আশা করা হচ্ছে,অস্ট্রিয়ার সঙ্গে আর্থিক-বাণিজ্যিক সহযোগিতা বাড়বে আগামীদিনে।

 

 

Related Articles