পুনরায় চালু হল আফগানিস্তানের প্রথম মহিলা রেডিও স্টেশন
Afghanistan's first all-female radio station reopens

Truth Of Bengal : ফের শুরু হল বেগম রেডিও স্টেশন। এই রেডিও স্টেশন আফগানিস্তানের মহিলা পরিচালিত প্রথম রেডিও স্টেশন। এই রেডিও স্টেশন লাইসেন্সের অপব্যবহার করছিল বলে অভিযোগ। এমনকি এমন অনেক বিষয়বস্তু টেলিকাস্ট করা হচ্ছিল যা দেখানোর অনুমতি নেই, আর সেই কারনেই আফগানিস্তানের তালিবান সরকার এই রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছিল গত ৫ ফেব্রুয়ারি।
এই রেডিও স্টেশনে আফগানিস্তানের মহিলারা কেবল কন্টেন্ট দিতেন। এমনকি এই রেডিও স্টেশনে যা যা এয়ার হবে সব কিছুই ঠিক করতেন আফগানিস্তানের মহিলারা। আর এই চ্যানেলের সহযোগী হিসাবে উপগ্রহ চ্যানেল ফ্রান্স দ্বারা পরিচালিত হয়। আসলে এই বেগম টিভিতে সম্প্রচারিত হত ক্লাস ৭ থেকে ১০ শ্রেণীর পাঠ্যক্রম। আর এই সম্প্রচার শুনত আফগানিস্তানের অধিকাংশ মহিলারা। যে কারনেই চলতি মাসের শুরু দিকে তালিবান কর্তৃপক্ষ এই চ্যানেল বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। আসলে আফগানিস্তানে তালিবান সরকার আসার পর সেই দেশের নারীদের ষষ্ঠ শ্রেণীর পর থেকে পড়াশোনা নিষিদ্ধ করে দেয়। তাই বেগম এ যেহেতু পড়াশোনা সংক্রান্ত একাধিক তথ্য সম্প্রচারিত হত সেই কারণে মূলত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তালিবান সরকার।
অবশেষে বেগম রেডিও এর কর্মরত সকলে বারবার অনুরোধের পর ফের চ্যানেলটিকে পুনরায় চলার অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্ত মেনে সম্প্রচার করতে হবে রেডিওতে। ভবিষ্যতে যদি নিয়ম লঙ্ঘন করা হয় তাহলে পুনরায় বন্ধ হয়ে যেতে পারে এই রেডিও স্টেশন।