আন্তর্জাতিক

সীমান্তেই ভাইকে শেষ শ্রদ্ধা বোনের, তিক্ততার মাঝেও মানবিক ছবি

A sister's last tribute to her brother at the border, a humane picture even in the midst of bitterness

Truth Of Bengal: হিন্দুদের উপর অত্যাচার নিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক তিক্ত হওয়ার ছবি ধরা পড়ছে। এর মাঝেই দক্ষিণবঙ্গ সীমান্ত এলাকায় মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মানবতার এক মহান উদাহরণ পেশ করেছে। বৃহস্পতিবার বিএসএফ একজন বাংলাদেশি মহিলাকে তার মৃত ভারতীয় ভাইকে শেষবারের মতো দেখতে সাহায্য করেন।

গাঙ্গুলী গ্রামের বাসিন্দা আব্দুল খালিদ মন্ডলের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ভাইকে শেষবারের মতো দেখার আর্জি জানায় বোন। আব্দুল খালিদ মন্ডলের বোন বাংলাদেশের সরদার বারিপোতা গ্রামে থাকেন। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বিএসএফ-এর কোম্পানি কমান্ডার তাৎক্ষণিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে যোগাযোগ করেন। এরপর জিরো লাইনে (আন্তর্জাতিক সীমান্ত) দর্শনের ব্যবস্থা করা হয়। মোস্তফাপুর সীমান্ত চৌকির কাছে জিরো লাইনের কাছে আব্দুল খালিদ মন্ডলের বোন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা এখানে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

দিনরাত সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি, বিএসএফ কর্মীরা সীমান্ত এলাকায় মানুষের মানবিক ও সামাজিক প্রয়োজনে সাহায্য করার জন্যও প্রস্তুত, বলেছেন এন কে পান্ডে,জনসংযোগ কর্মকর্তা, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), দক্ষিণবঙ্গ সীমান্ত।

হিন্দুদের বিরুদ্ধে চলমান সহিংসতাকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশি হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর ভারতে সমালোচনার ঝড় উঠেছে। এর মাঝেই মানবিক দৃশ্য।

Related Articles