আন্তর্জাতিক

শব্দের চেয়ে বিশ গুণ গতির মিসাইল  

Russia Missile

The Truth of Bengal: রাশিয়া শব্দের চেয়ে বিশ গুণ গতিতে চলতে পারে এমন অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইলের প্রথম রেজিমেন্ট মোতায়েন করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্রকে টেক্কা দিতেই এই নয়া সংযোজন। বৃহস্পতিবার রাশিয়ার একটি রাষ্ট্রায়াত্ত গণমাধ্যম খবরটি প্রকাশ করেছে।

রাশিয়ার দক্ষিণ পশ্চিমাংশের ওরেনবুর্গ প্রদেশে ওই নতুন এ ক্ষেপণাস্ত্র  মোতায়েন করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির চেয়ে প্রায় ২৭ গুণ বেশি দ্রুত। মস্কোর প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ক্ষেপনাস্ত্রটি ঘণ্টায় ২১ হাজার মাইল গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে।

প্রতিরক্ষা বিভাগ আরও জানিয়েছে ওই ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া প্রায় অসম্ভব। বৈশ্বিকভাবে সামরিক শক্তি অর্জনে এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করে মস্কো। এর আগে ২০১৯ সালে ওরেনবুর্গে প্রথম অ্যাভনগার্ড সজ্জিত ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রাশিয়া।

Free Access

Related Articles