আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে ফের গুলি, গ্রেফতার ১

a man arrested for donald trumps assassination attempt

Truth Of Bengal : জুলাইয়ের পর এবার সেপ্টেম্বর। মাত্র দুই মাসের ব্যবধানে ফের ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা। ফ্লোরিডায় তার গলফ ক্লাবে চলল গুলি। ঘটনায় ট্রাম্পের হতাহতের কোন খবর মেলেনি। দুর্ঘটনায় এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। তার থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্তও করা হয়েছে।

জানা যায় রবিবার দুটো নাগাদ অর্থাৎ ভারতীয় সময় অনুসারে রাত সাড়ে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে। ফ্লোরিডার গলফ ক্লাবে অনুশীলনে ব্যস্ত ছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। সেই সময় হঠাৎ গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। ঘটনায় ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্র হাতে এক প্রৌড়কে গ্রেফতার করা হয়। তিনি নাকি আগ্নেয়াস্ত্র হাতে ঘোরাফেরা করছিলেন। তাকে লক্ষ্য করে সিক্রেট সার্ভিস এজেন্টরা গুলি চালায়। তবে সেই সময় ওই বৃদ্ধ পালিয়ে যান। এরপর পুলিশ কিছুক্ষনের মধ্যেই তাকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় আগ্নেয়াস্ত্র।

জানা যায় বৃদ্ধর বয়স ৫৮। নাম রায়ান ওয়েসলি রাউথ। ধৃত ট্রাম্পের থেকে প্রায় ৪৫০ মিটার দূরে ছিল। এরপর কমপক্ষে চারবার গুলি চালায়। বিশিষ্ট গোয়েন্দা সূত্রে খবর, ওই বৃদ্ধ ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করছিল। তবে ঘটনায় ট্রাম্পের কোন ক্ষতি হয়নি। তিনি বহাল তবিয়তেই রয়েছেন। এই ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেন একটি বিবৃতি জারি করেছেন। ওই বিবৃতিতে উল্লেখ করা রয়েছে, আমেরিকায় রাজনৈতিক হিংসার কোন জায়গা নেই। প্রসঙ্গত এর আগে জুলাই মাসেও ট্রাম্পের উপর হামলা চালানো হয়েছিল। তবে সেই বার রক্তাক্ত হয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট। বারবার ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোয় কার্যত চিন্তায় বিশিষ্টমহল।

Related Articles