আন্তর্জাতিক

প্রেমের টানে অবৈধ ভাবে ভারতে এসে গ্রেফতার এক বাংলাদেশি যুবক

A Bangladeshi youth was arrested for coming to India illegally for love

The Truth of Bengal: প্রেমের টানে অবৈধ ভাবে ভারতে এসে গ্রেফতার এক বাংলাদেশি যুবক। ফেসবুকে আলাপ থেকে শুরু হয়েছিল প্রেমের সম্পর্ক। আর সেই প্রেমের টানে ভারত থেকে প্রেমিকাকে বাংলাদেশ ফিরিয়ে নিয়ে যেতে এসে গ্রেফতার হলেন ওই বাংলাদেশি যুবক। পরে পুলিশ গ্রেফতার করে বেআইনি ভাবে ভারতে লুকিয়ে থাকা বাংলাদেশের বাসিন্দা প্রেমিকা ও তার বাবাকে। নদিয়ার হাঁসখালি থানার পুলিশ গ্রেফতার করেছে প্রেমিককে আশ্রয় দেওয়া বাড়ি মালিককেও।

হাঁসখালি পুলিশ জানতে পারে, মিলননগর এলাকায় লুকিয়ে রয়েছে বাংলাদেশ থেকে আসা এক যুবক। এই খবর পেয়ে পুলিশ মিলননগর বড় মুড়াগাছায় একটি বাড়িতে হানা দিয়ে ওই বাংলাদেশি যুবককে গ্রেফতার করে। যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে,  প্রেমিকা এক বছর আগে ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন। কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও আর বাংলাদেশে ফেরেননি দু’জনে।

সম্প্রতি ওই যুবক জানতে পারেন, হাঁসখালি এলাকার মিলন নগরে রয়েছেন তার প্রেমিকা। আর তা জানার পরই প্রেমিকাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে বেআইনি ভাবে ভারতে আসেন ওই বাংলাদেশি যুবক। গ্রেফতার হয়েছেন তিনি। বেআইনি ভাবে ভারতে থাকার অভিযোগে প্রেমিকা ও তার বাবাকেও গ্রেফতার করেছে হাঁসখালি পুলিশ। গ্রেফতার হয়েছেন ওই আশ্রয়দাতা বাড়ির মালিকও। আদালতে গ্রেফতার হওয়া চার জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

Related Articles