বরফের মাঝে জ্বলছে ১২ তলা রিসর্ট, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তুরস্কে, মৃত বহু
A 12-story resort is burning in the middle of the snow, a terrible fire incident in Turkey, many dead

Truth Of Bengal : সাদা বরফের মাঝে ১২ তলা রিসর্ট। আর সেই রিসর্টের সব টুকু অংশই ঝলসে গিয়েছে আগুনে। আগুনের লেলিহান শিখা এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ৭৬ জন মানুষের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আহতের সংখ্যাও বহু, তাদের কে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
ঘটনটি ঘটেছে তুরস্কের বোলু পর্বতমালার একটি রিসর্টে। এই রিসর্ট অবস্থিত তুরস্কের উত্তর পশ্চিমে। রিসর্টের একটি বড় অংশ পাহাড়ের দিকে অবস্থিত হওয়ার জন্য আগুন নেভাতে সমস্যা হয় দমকলবাহিনীর। তবে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। যে সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তখন সকলে ঘুমচ্ছিলেন হোটেলের মধ্যে।
#BREAKING At least 234 guests at Grand Kartal Hotel in Kartalkaya in Bolu, Turkey where fire broke out, governor says. At least 10 dead, 32 injured. #Bolu #Kartalkaya #Turkiye #Fire pic.twitter.com/DIZWM1u8EB
— 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 (@HamdiCelikbas) January 21, 2025
শীতকালের জন্য তুরস্ক সরকার সব স্কুলেই ২ সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করেছে। যার জেরে তুরস্কের প্রায় সব হোটেলেই উপচে পড়ার মতো ভিড়। ঘটনার দিন হোটেলে ছিল ২৩৮ জন যাদের মৃত্যু হয়েছে ৭৬ জনের ও আহতের সংখ্যা ৫০ এর ও বেশি। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা।
সূত্রের খবর মঙ্গলবার রাত ৩ টে ২৭ মিনিটে ১২ তলা হোটেলে প্রথমে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সমগ্র হোটেলে। বাজেনি কোন আগুনের অ্যালার্ম ও। এই ঘটনায় প্রশ্নের মুখে হোটেল মালিক। কিভাবে এই আগুন লেগেছে তা জানতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তদন্ত। প্রাথমিক অনুমান এইভাবে দ্রুত আগুন ছড়িয়ে যাওয়ার পিছনে একটাই কারণ রয়েছে সেটি হল হোটেলের বাইরের আস্তরণ। এতো বড় এই হোটেলের বাইরের দিকে পুরোটাই কাঠ দিয়ে মোড়া যে কারণে আরও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই আগুন থেকে বাঁচতে অনেকেই ১২ তলা হোটেল থেকে ঝাঁপ ও দেন ফলে কেবল আগুনে ঝলসে নয়, উঁচু থেকে ঝাঁপ দেওয়ার কারণেও মৃত্যু হয়েছে অনেকের।
এই ঘটনায় গভীর ভাবে শোকাহত তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী। পাশাপাশি শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তদন্তের জন্য ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করা হয়েছে যাদের মধ্যে রয়েছে হোটেলের মালিক। প্রেসিডেন্টের মতে এই ঘটনার পিছনে যে বা যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।