আন্তর্জাতিক

আবারও উত্তাল ঢাকার আদালত চত্বর, আওয়ামীপন্থী ৮৪ আইনজীবীকে কারাবাসের নির্দেশ

84 pro-Awami League lawyers jailed in Dhaka court

Truth of Bengal: ঢাকার আদালত চত্বরে যেন আবারও ফিরে এল গত আগস্টের উত্তেজনা। এক বছরেরও কম সময়ের মধ্যে বদলে গেছে দেশের রাজনীতি, ক্ষমতার ভার পাল্টেছে, আর সেই সঙ্গে বদলে গেছে পরিস্থিতির রং।

শেখ হাসিনার দীর্ঘ সময়ের শাসনের অবসানের পর, এখন দেশজুড়ে চলছে রাজনৈতিক পাল্টা ঘুঁটি সাজানো। এই পরিস্থিতির মধ্যে, রবিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হয় ৯৩ জন আইনজীবী। তারা সকলেই কোনো না কোনোভাবে আওয়ামী লীগ সমর্থক। তারা এসেছিলেন জামিন চাইতে, কিন্তু ফিরলেন হাতকড়া পরে। ৮৪ জনের জামিন আবেদন খারিজ করে তাঁদের পাঠানো হয়েছে কারাগারে। জামিন পেয়েছেন ৯ জন। তাদের মধ্যে ৮ জনই নারী।

এই মামলার সূত্রপাত ২০২৪ সালের ৪ আগস্ট। সেদিন দুপুরে ঢাকার আইনজীবী সমিতির সামনে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। ছাত্র আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। অভিযোগ, আওয়ামীপন্থী একদল আইনজীবী লাঠি, রড, এমনকি পিস্তল নিয়ে হামলা চালান। বিস্ফোরিত হয় বোমা, শোনা যায় রাজনৈতিক স্লোগান, “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।”

সেই ঘটনার ভিডিও ও বিবরণ আদালতে উপস্থাপন করেন মামলার বাদী, আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ আলি বাবু। অভিযোগ অনুযায়ী, তাকে হত্যার উদ্দেশ্যে গুলি তাক করা হয় এবং লোহার রড দিয়ে আঘাত করা হয়। সেই মামলাতেই এবার ৮৪ জনের জামিন বাতিল হলো। এই মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন বারের প্রাক্তন সভাপতি সাইদির রহমাম মামিক, সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম শামিমসহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তি।

বিচার ব্যবস্থার এই কঠোর পদক্ষেপ রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তুলেছে। এটি কি আইন অনুযায়ী বিচার, নাকি নতুন সরকারের ‘শুদ্ধি অভিযান’? কেউ বলছেন, এটা ন্যায়বিচার, আবার কারো মতে, এটি ‘বদলার রাজনীতি’র অংশ। বাংলাদেশের রাজনীতি এক নতুন মোড়ে দাঁড়িয়ে। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে আদালতের রায়গুলোও যেন নতুন বার্তা দিচ্ছে, কেউই আইনের ঊর্ধ্বে নন, এমনকি যাঁরা এক সময় ছিলেন ক্ষমতার কাছের মানুষ, তাঁরাও না।

Related Articles