আন্তর্জাতিক

Bangladesh: কোটা আন্দোলনের জেরে অশান্ত বাংলাদেশ থেকে দেশে ফিরছে ৭৭৮ ভারতীয় ছাত্র

778 Indian students are returning home from troubled Bangladesh due to the quota movement

The Truth Of Bengal : বাংলাদেশে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের ফেরাতে বিদেশ মন্ত্রকের বিশেষ উদ্যোগ। সে দেশে আটকে পড়া প্রায় ৮০০ পড়ুয়াকে দেশে ফেরানোর বিশেষ উদ্যোগ গ্রহণ করে বিদেশ মন্ত্রক। শনিবার বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, ৭৭৮ জন ভারতীয় ছাত্র বাংলাদেশ থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে এসেছে। যে পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে চলছে সেখানে তাদের থাকাটা নিরাপদ ছিল না। যেসব পড়ুয়া এখনো বাংলাদেশে আটকে রয়েছেন তাদের ফেরানোর জন্য সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কোটা’ বিরোধী আন্দোলনে জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। শতাধিক আন্দোলনকারী মারা গিয়েছেন। আন্দোলন দমন করতে বাংলাদেশের সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। যতদিন গড়াচ্ছে আন্দোলনের ঝাঁজ যেন ততই বাড়ছে। এরই মধ্যে বাংলাদেশ আটকে পড়েছেন বিভিন্ন দেশের পড়ুয়ার। তার মধ্যে যেমন ভারত রয়েছে তেমনি নেপাল শ্রীলঙ্কাসহ অন্যান্য দেশের পড়ুয়ারাও রয়েছেন। ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। ইতিমধ্যে অনেক পড়ুয়া ফিরে এসেছেন। তবে এখনো অনেক পড়ুয়া আটকে রয়েছেন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে।

বাংলাদেশের ক্রমবর্ধমান পরিস্থিতির মধ্যে, ভারতীয় শিক্ষার্থীরা যে কোনও উপায়ে দেশে ফিরছে। শুধুমাত্র শুক্রবারই উত্তর-পূর্বের সীমান্ত পয়েন্ট দিয়ে প্রায় ৮০০ জন শিক্ষার্থী সীমান্ত পেরিয়ে দেশে ঢুকেছেন । বাংলাদেশে সরকারি চাকরিতে সংরক্ষণের ইস্যুতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ছাত্র ও সরকারপন্থী কর্মীদের সংঘর্ষে ১০০ জনের বেশি নিহত হয়েছেন। এই আন্দোলনের পরিস্থিতিতে সেখানকার সরকার বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের নির্দেশ দিয়েছে। যেসব পড়ুয়ারা দেশে ফিরেছেন তাদের অনেকেই এমবিবিএস পাঠরত।

তাদের বেশিরভাগই উত্তর প্রদেশ, হরিয়ানা, মেঘালয় এবং জম্মু ও কাশ্মীরের বলে জানা গিয়েছে। দেশে ফিরতে যে দুটি প্রধান রুট ব্যবহার করেছে ভারতীয় পড়ুয়ারা তা হল ত্রিপুরার আগরতলার কাছে আখুরাতে আন্তর্জাতিক স্থলবন্দর এবং মেঘালয়ের ডাউকিতে আন্তর্জাতিক স্থলবন্দর।

Related Articles