আন্তর্জাতিক

গাজায় এক দিনে নিহত ৭০, অব্যাহত ইজরায়েল সেনার তীব্র হামলা

70 killed in Gaza in one day, intense Israeli military attacks on Palestinians continue

Truth Of Bengal: প্যালেস্তাইনের গাজা উপত্যকায় বৃহস্পতিবারও তীব্র হামলা অব্যাহত রেখেছে ইজরায়েল। চালানো হচ্ছে স্থল অভিযান। এর আগে এক বিবৃতিতে গাজা থেকে পণবন্দিদের ফিরিয়ে আনা ও হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য প্যালেস্তিনিদের প্রতি ‘সর্বশেষ সতর্কতা’ জারি করেছে ইজরায়েল। আল-জাজিরা বলছে, গাজা জুড়ে বুধবার বুধবার এক দিনে ইসরায়েলি হামলায় প্রায় ৭০ জন নিহত হয়েছেন।

এর আগে মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও হামলা জোরদার করে ইজরায়েলি বাহিনী। এর পর থেকে সেখানে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৪৩৬–এ। এর মধ্যে ১৮৩টি শিশু। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

বুধবার গাজায় স্থল অভিযান শুরুর ঘোষণা করে ইজরায়েলি সামরিক বাহিনী। বলা হয়, নিরাপত্তাব্যবস্থা বিস্তৃত করা এবং গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে আংশিক বাফার জোন প্রতিষ্ঠার জন্য মধ্য ও দক্ষিণ গাজায় স্থল অভিযান আবারও শুরু করা হয়েছে। যুদ্ধবিরতি অব্যাহত রাখতে বিদেশি সরকারগুলির আহ্বান অমান্য করে আকাশ ও স্থলপথে হামলা জোরদার করেছে ইজরায়েল।

এর ফলে গাজাবাসী আবারও ধ্বংসস্তূপে প্রিয়জনের মরদেহ খোঁজার মতো করুণ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এর মধ্য দিয়ে গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেস্তে গিয়েছে। যুদ্ধক্ষেত্র হিসাবে চিহ্নিত এলাকাগুলি ছেড়ে যেতে বেসামরিক গাজাবাসীকে নির্দেশ দিয়েছে ইজরায়েল। এরপর স্থানীয় বাসিন্দারা তাঁদের শিশুদের নিয়ে গাজার উত্তরাঞ্চলের সড়কগুলিতে ভিড় জমান। রাফায় রেডক্রসের হাসপাতালের সিনিয়র চিকিৎসা আধিকারিক ফ্রেড ওলা বলেন, গাজায় নতুন করে হামলা শুরুর ঘটনা গত দুই মাসের আপেক্ষিক শান্তিকে ভেস্তে দিয়েছে। তিনি যোগ করেন, ‘এখন আমরা বাতাসে আতঙ্ক অনুভব করছি। আমরা যাঁদের সেবা দিচ্ছি, তাঁদের চোখেমুখে ব্যাথা আর ধ্বংসের চিহ্ন দেখতে পাচ্ছি।’

গাজার বাসিন্দাদের উদ্দেশে দেওয়া সতর্কতামূলক ভিডিওতে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেন, ‘এটাই সর্বশেষ সতর্কবার্তা।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরামর্শ মেনে নিন। পণবন্দিদের ফিরিয়ে দিন। আর হামাসকে সরিয়ে (ক্ষমতা থেকে) সরিয়ে দিন।

যাঁরা গাজা ছেড়ে স্বেচ্ছায় বিশ্বের অন্যত্র চলে যেতে চান, সেটা-সহ আরও অনেক বিকল্প আপনাদের জন্য উন্মুক্ত হবে।’ ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামাস। পণবন্দি করা হয় ২৫১ জনকে। ৫৮ জন এখনও গাজায় পণবন্দি আছেন। আর ইজরায়েলের সামরিক বাহিনী বলছে, পণবন্দি অবস্থায় ৩৪ জন মারা গিয়েছেন।

উল্লেখ্য, বুধবার এএফপির এক প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইজরায়েলের হামলা শুরুর পর গত সোমবার দুপুর নাগাদ নিহত প্যালেস্তিনির সংখ্যা ছিল ৪৮ হাজার ৫৭৭। বুধবার দুপুর নাগাদ এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৪৭।

সে হিসাবে গাজায় দুই দিনে ইজরায়েলি হত্যাযজ্ঞের শিকার হয়েছেন প্রায় এক হাজার বাসিন্দা। বুধবার দুপুর পর্যন্ত ইজরায়েলের নির্বিচার বিমান ও ড্রোন হামলায় ৯৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এএফপির বৃহস্পতিবারের প্রতিবেদনে নিহত মানুষের সংখ্যা ৪০০–এর বেশি বলে জানানো হয়।

Related Articles