আন্তর্জাতিক

সন্ত্রাসী হামলায় মৃত ৭, বেলুচিস্তানে তীব্র চাঞ্চল্য

7 dead in terrorist attack, intense tension in Balochistan

Truth Of Bengal : বেলুচিস্তানের পাঞ্জগুর শহরের খুদা-ই-আবাদান এলাকায় সন্ত্রাসী হামলা। শনিবার গভীর রাতে চলে এই হামলা। এই হামলায় মুলতানের সাত শ্রমিক নিহত হয়েছেন বলে সূত্রের খবর। নিহতরা হলেন- সাজিদ, শফিক, ফাইয়াজ, ইফতেখার, সালমান, খালিদ ও আল্লাহ ওয়াসিয়া।

পুলিশ জানায়,  যে বাড়িতে কাজ করত সেই ঘরে এদিন ঘুমিয়েছিলো শ্রমিকরা। ঘুমানোর সময় তাদের ওপর হামলা করা হয় বলে খবর। সশস্ত্র ব্যক্তিরা ঘটনাস্থলে প্রবেশ করে এবং শ্রমিকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ৭ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন এবং গুলিবর্ষণে অপর একজন আহত হয়। পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যায়।

পাঞ্জগুর এসএসপি ফাজিল শাহ বোখারি নিশ্চিত করেছেন, “গোলাগুলিতে প্রাণ হারানো সমস্ত শ্রমিক মুলতানের সুজাবাদ এলাকার এবং আবু বকর তাদের বাড়ি নির্মাণের জন্য পাঞ্জগুর নিয়ে এসেছিলেন।” এটি একটি সন্ত্রাসী হামলা বলেও উল্লেখ করেন তিনি। মৃতদেহগুলি বর্তমানে পাঞ্জগুর জেলা হাসপাতালে রয়েছে। কিছু সূত্র ইঙ্গিত করেছে যে, নির্মাণস্থলে নয়জন শ্রমিক উপস্থিত ছিলেন, তবে একজন হামলার সময় অনুপস্থিত ছিলেন তাই তিনি অক্ষত।

প্রেসিডেন্ট আসিফ জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের এই হামলার তাৎক্ষণিক নিন্দা করেন। প্রধানমন্ত্রী বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতির কাছে রিপোর্ট চেয়েছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী শরীফ বলেছেন, “মাতৃভূমি থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে সরকার সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণে দৃঢ় প্রতিজ্ঞ।”

Related Articles