আন্তর্জাতিক

ব়্যাবের পরিচয়ে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা, গ্রেফতার ৬

6 arrested in horrific robbery under BAB identity

Truth Of Bengal: ভিকারুননিসা স্কুলের গলিতে ছয়তলা একটি ভবনে ঘটে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা। ধানমান্ডির ৮ নম্বর সড়কে বুধবার ঘটে এই ঘটনা। জানা যায়, একদল ব্যক্তি ব়্যাব পরিচয় দিয়ে নিরাপত্তাকর্মীদের উপর মারধর চালায়, বেঁধে রাখে তাদের। তারপরই ওই ভবনের গয়নার দোকান ও বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রবেশ করে লুটপাট চালায়। প্রায় সাড়ে ৩৬ লাখ লুট করে তারা।

সেই সঙ্গে সোনার গয়না নিয়েও চম্পট দেয় তারা। এমনকি পরিস্থিতি এমনও হয় যে পুলিশের উপরও হামলা চালায় তারা। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে চারজনকে। ধৃতরা বছর ৩৩-এর ফরহাদ বীন মোশারফ, বছর ২২-এর ইয়াছিন হাসান, ২৩ বছর বয়সূ মোবাশ্বের আহমেদ ও ২৬ বছরের ওয়াকিল মাহমুদ।

জানা যায়, এই ঘটনায় বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে আরও ২ জনকে। ধৃতরা ৩২ বছর বয়সী আবদুল্লাহ ও বছর ২৯-এর সুমন। তবে হামলা চালানো হয়েছে পুলিশের উপরও। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ব়্যাবের নাম লেখা টুপি, জ্যাকেট ও ছেনি।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে ৩ জন শিক্ষার্থী। এক পুলিশকর্মী জানান, ধৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে কেউ কেউ নিজেদের পরিচয় সম্পর্কে জানায় তারা আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী আবার কাউকে বিভিন্ন গোয়েন্দা বিভাগে কর্মরত ব্যক্তি বলে পরিচয় দিতে শোনা যায়। জানা যায় এদের মধ্যে তিনজন একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

Related Articles