বালোচিস্তানে পড়ুয়াবোঝাই স্কুলবাসে বিস্ফেরণ, ৩ শিশুসহ নিহত ৫
5 killed, including 3 children, in school bus accident in Balochistan

Truth Of Bengal: বুধবার সকালে পাকিস্তানের বালোচিস্তানে স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু তিন শিশুসহ ৫ জন। জখম বেশ কয়েকজনের। জানা যায়, বালোচিস্তানের খুজদার জেলায় স্কুল পড়ুয়াদের একটি বাস লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মঘাতি বিস্ফোরণ মনে করা হচ্ছে। স্কুলবাসটি খুজদার জিরো পয়েন্টের কাছে দাঁড়িয়ে ছিল।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌছে গিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা গুরুতর আহত কোয়েটা এবং করাচিতে চিকিৎসার জন্য পাঠানো হবে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভয়াবহ দুর্ঘটনার তীব্র নিন্দা করেছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। শিশুদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত তিনি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরো বলেন, যারা শিশুদের হত্যা করে তারা ক্ষমার অযোগ্য। ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তা তদন্ত করে দেখছে পুলিশ। অপরাধীদের খঁুজতে শুরু হয়েছে তদন্ত। প্রসঙ্গত, বলোচিস্তান দুদশক ধরে অশান্ত। কিছু মাস আগেই পাকিস্তানের পুলিশএবং সেনাবাহিনীর উপর বারংবার হামলা চালিয়েছে বিলএ অর্থাৎ লিবারেশন আর্মি। সেইসময়ে বিস্ফোরণের নেপথ্যে কারা ছিল তা এখনও অবধি জানা যায়নি।