আন্তর্জাতিক

বাল্টিমোরে সেতু বিপর্যয়ের ৫ দিন পার, জাহাজে আটকে ২০ জন ভারতীয়

5 days after the bridge disaster in Baltimore, 20 Indians are stuck on the ship

The Truth of Bengal: আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোরে সেতু বিপর্যয়ের ৫ দিন কেটে গেলেও এখনও  জাহাজে আটকে রয়েছে ২০ জন ভারতীয়। এছাড়াও ২১ জন নাবিক আটকে রয়েছেন ওই জাহাজটিতে। তবে কতদিনে তাদের উদ্ধার করা হবে তা নিয়ে সংশয় রযেছে। কারণ মার্কিন প্রশাসনের তরফ থেকে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। কারণ যতক্ষণ না সেতুর ভাঙা টুকরো আশপাশের এলাকা থেকে সরিয়ে ফেলা হচ্ছে ততক্ষণ ওই জাহাজের দেখভাল করে যেতে হবে সংশ্লিষ্ট নাবিকদের।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার বাল্টিমোর শহরের কাছে কন্টেইনারবাহী একটি জাহাজ ফ্রান্সিস স্কট কি সেতুতে আঘাত করলে সেতুটি ভেঙ্গে পড়ে নদীতে পড়ে। ওই ঘটনায় সেসময় বহু যানবাহনও প্যাটাপস্কো নদীতে পড়ে যায়। জানা যায়  ‘দালি’ নামের ওই জাহাজটি শ্রীলঙ্কায় যাচ্ছিল। এর মধ্যে রয়েছে ৪ হাজার ৭০০টি কন্টেনার। আচমকাই বিদ্যুৎ বিপর্যয় ঘটে জাহাজটিতে।

আর তার পরই সেটি ধাক্কা মারে সেতুতে। সঙ্গে সঙ্গে প্যাটাপস্কো নদীতে ভেঙে পড়ে অতিকায় সেতুটি। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাহাজের এক ভারতীয় নাবিক চোট পেয়েছিলেন দুর্ঘটনায়। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসার পর তিনি ফের সেই জাহাজেই ফিরে আসেন। তবে ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও কতদিন লাগতে পারে সেতুর ধ্বংসাবশেষ সম্পূর্ণ সরিয়ে ফেলতে তা এখনও স্পষ্ট নয় ? মনে করা হচ্ছে পুরো কাজ শেষ করতে বেশ কিছুদিন লাগতে পারে। এখনও কাজ যেহেতু অনেকটাই বাকি, তাই নির্দিষ্ট দিনসংখ্যা বলতে পারা সম্ভব নয় কর্তৃপক্ষের পক্ষে। ফলে আপাতত বেশ দীর্ঘ সময়ই যে ওই নাবিকদের থাকতে হবে জাহাজটিতেই, তা স্পষ্ট।

Related Articles