পল্টোভা শহরে রুশ ক্ষেপণাস্ত্র হানায় নিহত ৪৯ জন, জখম ২১৯
49 people were killed, 219 were injured in a Russian missile attack on Paltova

Truth Of Bengal: ইউক্রেনের পল্টোভা শহরে ঘটে গেলো বড়সড় রুশ ক্ষেপণাস্ত্র হানার ঘটনা। রুশের হানার কবলে পড়ে অন্তত ৪৯ জন নিহত এবং ২১৯ জন জখম হয়েছে বলে জানা যায়। এই হানা নিয়ে রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, ইউক্রেন সেনাবাহিনীর একটি কুচকাওয়াজ লক্ষ্য করেই আক্রমন করা হয়েছে। যদিও রাশিয়ার এই দাবি উড়িয়ে দিয়ে পাল্টা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, আক্রমণের সময়ে কোনও সামরিক মহড়া বা কুচকাওয়াজ হচ্ছিল না। রুশের ছোড়া ক্ষেপণাস্ত্র সামরিক কেন্দ্র ‘ইনস্টিটিউট অব কমিউনিকেশনস’ এবং কাছের একটি হাসপাতালে গিয়ে পড়েছে।
রুশ ক্ষেপণাস্ত্র হানার কথা প্রসঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র দিমিত্রো লাজ়ুৎকিন জানান, ক্ষেপণাস্ত্র হানার ঠিক আগে সকাল ৯টা ৮ মিনিট নাগাদ বিপদঘণ্টি বেজেছিল। সেই সময় সামরিক কেন্দ্রে সেনাদের প্রশিক্ষণ চলছিল।বিপদের আশঙ্কা আগে থেকে আঁচ করেও লাভের লাভ কিছু হল না। ঘটনা স্থল থেকে সরে যাবার আগেই বিপদের খাড়া নেমে এলো মাথার ওপরে।যখন সামরিক কেন্দ্রে সেনারা প্রশিক্ষন নিতে ব্যস্ত ঠিক সেই সময়ে কেঁপে উঠলো ‘ইনস্টিটিউট অব কমিউনিকেশনস’। রুশের ছোড়া ক্ষেপণাস্ত্র ঢুকে পড়ে হাসপাতালে। ইউক্রেনের এক স্থানীয় বাসিন্দা জানান, ‘‘বিপদঘণ্টি শুনতে পেলেও কিছু করার ছিল না কারণ লুকোনোর জন্য কোনও বাঙ্কার ছিল না।’’ তবে রুশের ক্ষেপণাস্ত্র হামলায় কত জন সাধারণ নাগরিক, সেনা নিহত হয়েছে সেই বিষয়ে সঠিক কিছু জানা যায়নি।